আইপিএল খেলতে ১১ এপ্রিল ভারত যাচ্ছেন মোস্তাফিজ

এবার আইপিএল খেলা নিয়ে সংশয়ে ছিলেন মোস্তাফিজ।নিজের সেই সংশয়ের কথা কদিন আগে মিডিয়াকে প্রকাশও করেছিলেন তিনি। কিন্তু সেই সংশয় কেটে গেছে। তাকে আইপিএল খেলার ছাড়পত্র দিয়ে দিয়েছে বিসিবি। ১১ এপ্রিল দলের সঙ্গে যোগ দিতে ভারত রওয়া হচ্ছেন তিনি।
ঢাকা টাইমসকে একথা নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। বিসিবির এ পরিচালক বলেন,‘হ্যাঁ, মোস্তাফিজকে এনওসি দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখনও তার ভিসা হয়নি। ভিসা হলে ১১ এপ্রিল ভারত গিয়ে ১২ তারিখের ম্যাচটি ধরার চেষ্টা করবে মোস্তাফিজ।’
শ্রীলঙ্কা থেকে দলের সঙ্গে দেশে ফিরেছেন মোস্তাফিজ। অন্যদিকে সাকিব কলম্বো থেকে সরাসরি উড়ে গেছেন ভারত।
৫ এপ্রিল শুরু হয় চলতি বছরের আইপিএল। ঐদিনই ম্যাচ ছিল মোস্তাফিজের দল সানরাইজার্স হায়দরাবাদ। মোস্তাফিজকে ছাড়াই ঐ ম্যাচে জয় পায় হায়দরাবাদ। দলটির পরের ম্যাচ ৯ এপ্রিল। ঐ ম্যাচও খেলা হবে না তার। ১২ এপ্রিল তৃতীয় ম্যাচে মাঠে নামবে তার দল। বাংলাদেশি এ পেসারের জন্য অধীর হয়ে আছেন সানরাইজার্স হায়দরাবাদ।
গতবছর আইপিএল শিরোপা জিতে সানরাইজার্স হায়দরাবাদ।তাতে বিরাট অবদান ছিল মোস্তাফিজের।১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়েছিলেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন