রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আইপিএল খেলার ব্যাপারে কিছুই জানেন না মোস্তাফিজ

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে ৭ এপ্রিল কলম্বো থেকেই সরাসরি কেকেআরের সঙ্গে যোগ দেবেন সাকিব আল হাসান। কলম্বো থেকে এ খবর আগেই পাঠকদের দিয়ে রেখেছে তিনি। সাকিব আইপিএল খেলতে যাবেন, এটা অনেকটাই জানা কথা। তবে, সবার আগ্রহের কেন্দ্রবিন্দু মোস্তাফিজুর রহমানকে নিয়ে। এই কাটার মাস্টারই তো আইপিএলের গত আসরে সানরাইজার্স হায়দারাবাদের শিরোপা জয়ে অসাধারণ ভূমিকা রেখেছিলেন। প্রশ্ন হলো, ইনজুরি প্রবণতা এবং সামনে জাতীয় দলের ব্যস্ত সূচি। সব মিলিয়ে এবার মোস্তাফিজ আইপিএল খেলতে যেতে পারবেন তো!

শ্রীলঙ্কায় সফর চলাকালে এ নিয়ে মোস্তাফিজের মতামত জানার জন্য উন্মুখ বাংলাদেশের মিডিয়া। বাংলাদেশ থেকে যে সব মিডিয়াকর্মী শ্রীলঙ্কা সফর কাভার করতে গিয়েছেন, তাদের সবারই চেষ্টা মোস্তাফিজের কাছ থেকে এ বিষয়ে কিছু জানা যায় কি না; কিন্তু টিম ম্যানেজমেন্টের কঠোর নিষেধাজ্ঞা। দলীয় ম্যানেজারের অনুমতি ছাড়া একটি পাতাও যেন নড়তে পারবে না। কেউ অনুমতিছাড়া সাংবাদিকদের সঙ্গে কথা বলতে পারবে না। একেবারেই ‘না’।

এই যখন পরিস্থিতি, তখন হঠাৎ করেই স্পোর্টস স্টার নামে ভারতীয় একটি ওয়েবসাইট প্রকাশ করলো, আইপিএলে সম্ভবত খেলতে যেতে পারছেন না মোস্তাফিজ। সেই রিপোর্টে কিন্তু মোস্তাফিজের বক্তব্যও জুড়ে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে এ খবর ছড়িয়ে পড়ার পর কলম্বোয় অবস্থানরত বাংলাদেশি মিডিয়া পুরোপুরি অবাক। যেখানে ম্যানেজমেন্টের অনুমতি ছাড়া একটি পাতাও নড়ার সুযোগ নেই, সেখানে কিভাবে বাংলাদেশের মিডিয়াকে পাশ কাটিয়ে ভারতীয় মিডিয়ার সঙ্গে কথা বললেন মোস্তাফিজ? বিষয়টি স্পষ্ট হওয়ার জন্য ওই সময় অবশ্য মোস্তাফিজ কিংবা টিম ম্যানেজমেন্টের কাউকে পাওয়া গেলো না। কারণ, এমনিতেই বৃহস্পতিবার ছিল ক্রিকেটারদের ঐচ্ছিক অনুশীলন। মোস্তাফিজ, মুশফিক আর সৌম্য সেই ঐচ্ছিক অনুশীলন করতে এলেও তারা চলে গেছেন ততক্ষণে। কোচ-ম্যানেজার থেকে শুরু করে টিম ম্যানেজমেন্টের যারা মাঠে এলেন তারাও ফিরে গেছেন টিম হোটেলে।

রাতে দলীয় ম্যানেজার খালেদ মাহমুদ সুজনকে ফোনে ধরা গেলো। তার কাছে জানতে চাওয়া হলো, মোস্তাফিজ কী আইপিএল খেলতে যাচ্ছেন? জবাবে তিনি জানালেন, ‘আমি এখনও নিশ্চিত কিছু জানি না। বোর্ডের পক্ষ থেকে হ্যাঁ কিংবা না, কোনটাই জানি না। যেটুকু জানি, মোস্তাফিজ আইপিএল খেলতে যেতে প্রস্তুত। যাওয়ার জন্য কাগজ-পত্র যা প্রয়োজন, সেগুলোও প্রস্তুত করছে। তবে, এটুকু বলতে পারি, দীর্ঘ ইনজুরি থেকে ফিরে আসার পর এখন যে অবস্থা এবং সামনে চ্যাম্পিয়ন্স ট্রফিসহ বাংলাদেশের ব্যস্ত সূচি রয়েছে। সুতরাং, আমার মনে হয় না, মোস্তাফিজকে এ মুহূর্তে আইপিএল খেলার জন্য বিসিবি অনুমতি দেবে। ’

দেশের মিডিয়াকে এড়িয়ে ভারতীয় মিডিয়ার সঙ্গে কিভাবে কথা বললেন মোস্তাফিজ? এ প্রশ্নের জবাবে দলীয় ম্যানেজার বলেন, ‘এটাও আমার জানা নেই। খেলোয়াড়দের তো কারও সঙ্গে কথা বলতে হলে আমার অনুমতি নেয়া প্রয়োজন। মোস্তাফিজের সঙ্গে কথা বলার জন্য কেউ আমার কাছে আসেনি কিংবা মোস্তাফিজও অনুমতি চায়নি। কিভাবে ভারতীয় মিডিয়া কথা বললো, সেটা আমি খোঁজ করে দেখবো। হয়তো, ফোনে-টোনে কথা বলে থাকতে পারে। ’

তবে, পাঠকদের জন্য খবর হলো, দুপুরে যখন ঐচ্ছিক অনুশীলন করার জন্য মোস্তাফিজ-মুশফিকরা মাঠে এসেছিলেন, তখন অনুশীলন শেষ করে বেরিয়ে যাওয়ার মুহূর্তে হাঁটতে হাঁটতেই মোস্তাফিজের কাছে জানতে চাওয়া হয়েছিল, ‘সাকিব তো কলম্বো থেকেই আইপিএল খেলতে চলে যাবে। আপনার কী খবর। আপনি কী এখান থেকে যাবে নাকি ঢাকা থেকে যাবেন। ’

স্বল্পভাষী মোস্তাফিজ খুব সংক্ষিপ্ত জবাবে বললেন, ‘এখনও কিছু বলতে পারছি না। এখান থেকে যাবো নাকি ঢাকা থেকে যাবো। আসলে যাবো কী যাবো না এ বিষয়ে এখনও কিছু জানি না। ’ মোস্তাফিজের সংক্ষিপ্ত জবাবে তিনি আসলে আইপিএল খেলতে যাবেন না, এমন কিছুই বলেননি।

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি