আইপিএল ছাড়ছেন ওয়াসিম আকরাম

বলতে গেলে শুরু থেকেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সাথে আছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। কিন্তু আইপিএলের আগামী মৌসুম থেকে আর দেখা যাবে না তাকে। গত আইপিএল পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বোলিং কোচ ও উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন আকরাম।
আইপিএল ছাড়ার কারণ হিসেবে ‘পেশাদার ও ব্যক্তিগত প্রতিশ্রুতি’কে দেখানো হয়েছে। সাত বছর পরে আইপিএল ছাড়ছেন আকরাম। কলকাতা ফ্রাঞ্চাইজির পক্ষ থেকে শনিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে এই সাবেক পেসারের না থাকার সংবাদ জানিয়েছে।
কলকাতা নাইটরাইডার্স এক বিবৃতিতে বলেছে, ‘বোলিং কোচ এবং উপদেষ্টা ওয়াসিম আকরাম আগামী আইপিএল ২০১৭ তে থাকছেন না। এই কিংবদন্তি অলরাউন্ডার পেশাদারি দায়িত্ব ও সময়ের অভাবেই কেকেআরের সাথে থাকতে অপারগতা জানিয়েছেন।’
কেকেআরে না থাকতে পারলেও দলের জন্য শুভ কামনা জানিয়ে আকরাম বলেন, ‘আমি কেকেআরের উপদেষ্টা হিসেবে গর্বিত। অসাধারণ প্রতিভাবান কিছু ক্রিকেটারদের নিয়ে কাজ করেছি। আমি তাদের সাথে না থাকলেও দলের সাফল্য কামনা করছি।’
কেকেআর-এর প্রধান নির্বাহী ভিনকে মাইসোর জানিয়েছেন, তার দল আকরামের অনুপস্থিতি অনুভব করবে। গত কয়েক বছরে কেকেআর পরিবারের সাথে ওয়াসিম আকরাম ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছিলেন। ২০১২ ও ২০১৪ সালে কলকাতার শিরোপা জয়ে তার গুরুত্বপূর্ণ অবদান ছিল।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন