আইপিএল থেকেই তাসকিনকে পরামর্শ দেন সাকিব
দলের কনিষ্ঠদের মধ্যে একজন তাসকিন আহমেদ। পারফরম্যান্সের কারণেই শক্ত জায়গা করে নিয়েছেন, পেয়েছেন বড়দের ভালোবাসাও। তাই তো অবৈধ বোলিং অ্যাকশন শোধরাতে যখন সংগ্রাম করছেন তাসকিন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) থেকেও সাকিব আল হাসান নিয়মিত খোঁজখবর আর পরামর্শ দিচ্ছেন সতীর্থকে।
অ্যাকশন শোধরানোর মধ্যেই চলছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচ খেলা। আবাহনী স্পোর্টিং ক্লাবের হয়ে সর্বশেষ ম্যাচেও গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে নিয়েছেন চার উইকেট। ম্যাচ সেরার পুরস্কারও তার। এদিন আবাহনী জয় পেয়েছে ৩২ রানে।
তবে সবকিছু ছাপিয়ে তাসকিনের অ্যাকশন শোধরানোর প্রশ্ন এসেই যায়। এমনিতেই দলের প্রিয় মুখ। সিনিয়রদের পরামর্শটাও তাই বেশি বেশি। দেশের শীর্ষ দৈনিক ইত্তেফাকে দেওয়া এক সাক্ষাতকারে উঠে আসলো এই কথা।
বললেন, ‘সবাই খোঁজ নেন। একটু আগেই রিয়াদ ভাই (মাহমুদুল্লাহ রিয়াদ) টেক্সট করেছেন। আর সাকিব ভাই ভারত থেকে হোয়াটসঅ্যাপে নিয়মিত খোঁজ নেন।’
আর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা? তাসকিনের জবাব, ‘উনি তো আছেনই। দুয়েকদিন পরপর ফোনে কথা হয়। সুযোগ হলে সামনাসামনি দেখা করি।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ শেষেই তাসকিন আহমেদ ও আরাফাত সানির বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ আনে আম্পায়াররা। পরবর্তীতে পরীক্ষার মাধ্যমে তা নিশ্চিত হলে আন্তর্জাতিক ম্যাচ খেলার অনুমতি হারান তারা। অ্যাকশন শুধরিয়েই ফিরতে হবে তাদেরকে। সেটা নিয়েই এখন কাজ করছেন তাসকিন-সানি।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন