আইপিএল মানেই যুবরাজের ব্যর্থতা! কিন্তু কেন?
একেবারেই ভাল খেলতে পারছেন না যুবরাজ সিং। আই পি এল মানেই যুবরাজের ব্যর্থতা। এ ব্যাপারে, যুবরাজ কাউকে দায়ী করতে পারছেন না। এবং নিজেও এই ব্যর্থতার কোনও কারণ দিতে পারলেন না। ‘অজুহাত হিসেবে নেবেন না। আমি কিন্তু কোনও একটি ফ্র্যাঞ্চাইজিতে থিতু হওয়ার সুযোগ পাইনি।’ আই পি এল–এর ইতিহাসে যুবরাজ কখনও পাঞ্জাব, কখনও পুণে, বেঙ্গালুরু বা দিল্লির হয়ে খেলেছেন। এবার আছেন হায়দরাবাদে।
যা বোঝাতে চাইলেন, তা হল, বিশেষ একটি দলে টানা না খেলার ফলে সেই দলের সংস্কৃতির সঙ্গে নিজেকে মেলাতে পারেননি। হয়ত। পাল্টা প্রশ্ন করা যেতেই পারে, তাহলে কেন তিনি কোনও বিশেষ দলে সই করার পর নিজেকে একাত্ম করে নেওয়ার চেষ্টা করেননি। প্রত্যেকবার বেশ বড় টাকায় সই করানো হয়েছে তাঁকে।
প্রত্যেকবারই সব দল আশা করেছে, এবার বুঝি তাঁর ব্যাটিং বা বোলিং–এ জেতা যাবে। প্রত্যেক বারই যুবরাজ ঝুলিয়ে শেষ করে দিয়েছেন। এখনও পর্যন্ত, এ মরশুমে হায়দরাবাদের হয়ে কিছুই করতে পারেননি। তবু মেন্টর হিসেবে ভি ভি এস লক্ষ্মণ আশা করছেন বাকী ম্যাচগুলোতে দারুণ কিছু করে যুবরাজ দলের ব্যাঙ্কে কিছু পয়েন্ট জমা করতে উঠেপড়ে লাগবেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন