আইফোনের ‘আই’ শব্দের অর্থ জানেন?
বেশিরভাগ মানুষ মনে করেন, আইফোনের নামের পূর্বে ‘আই’ শব্দটি ইন্টারনেট এর জন্য ব্যবহার করা হয়েছে। তবে এতে কোন সত্যতা আছে কিনা তা তারা জানেন না।
১৯৯৮ সালে প্রথম আইফোন চালু করা হয়। আইম্যাক প্রথম তাদের মডার্ন প্রোডাক্ট জনসম্মুখে আনেন। তারা প্রথম ‘আই’ শব্দটি ব্যবহার করেন। আইফোন প্রথম তখন চালু করা হয় যখন ইন্টারনেটের চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছিল। বেশিরভাগ ক্রেতা আইফোনের জন্য অপেক্ষা করছিলেন শুধুমাত্র ইন্টারনেটের জন্য।
আইম্যাক যখন আইফোন চালু করার জন্য প্রথম এক অনুষ্ঠানের আয়োজন করেন তখন একটি স্লাইড শো দেখিয়েছিলেন, যেখানে লিখা ছিল- ইন্টারনেট, ইন্ডিভিজুয়াল (পৃথক), ইন্সট্রাক্ট (নির্দেশ), ইনফর্ম (অবহিত) এবং ইন্সপায়ার (অনুপ্রাণিত করা)। এই পাঁচটি শব্দের প্রতিটির প্রথমে আই শব্দ রয়েছে।
তিনি আরও বলেছিলেন, আই শব্দের দ্বারা শুধুমাত্র ঐ পাঁচটি লেবেল নয় আরও অনেক কিছু বোঝায়।
জবস আরও বলেন, ‘এই পণ্য নেটওয়ার্কের জন্য তৈরি করা হয়েছে। এছাড়াও এটি একাই অনেক ভাল কাজ করতে পারে। আমরা এটিকে পড়াশুনার একটি বিশাল অংশ হিসেবে ব্যবহার করতে পারি।’
তাদের এই পণ্য বাজারে আসার পর এখন বিশ্বখ্যাতি অর্জন করেছে। তাদের সেই পাঁচ লেবেল তারা সম্পন্ন করেছেন। তারা সবসময় তাদের চেষ্টা চালিয়ে যেতে চান।–সুত্র: মেট্রো।
এই সংক্রান্ত আরো সংবাদ
আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন
মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন
স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন