আইফোনের মেয়াদ মাত্র তিন বছর!
নতুন আইফোন কেনার সামর্থ্য না থাকায় অনেক সময় পুরোনো আইফোন কিনেই শখ মেটাতে হয় ব্যবহারকারীদের।
পুরোনো মডেলের এসব আইফোন যাঁরা ব্যবহার করেন, তাঁদের সতর্কতা অবলম্বন করা উচিত। কারণ আইফোনের নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি আইফোনের মেয়াদ থাকে সর্বোচ্চ তিন বছর। এ খবর জানিয়েছে ব্যবসাবিষয়ক সাময়িকী ফোর্বস।
অ্যাপলের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি আইফোন সর্বোচ্চ তিন বছর ভালোভাবে সেবা দিতে পারে। অ্যাপল ওয়াচের মেয়াদও তিন বছর। তবে অ্যাপল টিভির মেয়াদ থাকে সর্বোচ্চ চার বছর।
পরিবেশ রক্ষায় অ্যাপল পণ্যের ব্যবহারবিধি সম্পর্কে জানতে চাইলে এ তথ্য জানানো হয়েছে অ্যাপলের পক্ষ থেকে।
অ্যাপলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ব্যবহারকারীদের প্রতিদিনকার ব্যবহারের পরিমাণ ও আইফোনের সক্ষমতার ওপর ভিত্তি করে সর্বোচ্চ তিন বছর একটি আইফোন সুচারুভাবে কাজ করতে পারে।’
তবে পুরোনো আইফোন ব্যবহারের ক্ষেত্রে ফোনের হার্ডওয়্যার বদলে বা অপারেটিং সিস্টেম আপডেট করে ব্যবহারকারীরা সেটা ব্যবহার করতে পারবেন। এতে কোনো সমস্যা হবে না।
আইফোনের নতুন মডেল ‘আইফোন এসই’-এর নকশা করা হয়েছে আইফোন ৫এস-এর মতো করেই। তাই আইফোন এসইর মতো আইফোন ৫এস মডেলটিও আগামী তিন বছর পর্যন্ত ব্যবহার করা যাবে। এ ক্ষেত্রে আইওএস ৯ অপারেটিং সিস্টেমে আপডেট করে নিতে হবে।
আর এভাবেই পুরোনো আইফোনগুলো ব্যবহারকারীরা স্বাচ্ছন্দ্যে ব্যবহার করে থাকেন। তবে বেশি পুরোনো মডেলের আইফোন ব্যবহার না করাই ভালো। কারণ এতে ফোনটির সফটওয়্যারগুলো যেমন আপডেট করা যায় না তেমনি পুরোনো মডেলের ফোনের মাধ্যমে স্বাস্থ্যগত ও পরিবেশগত ক্ষতির ঝুঁকি দেখা দেয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন
মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন
স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন