আইফোন ৭ প্রো’র রিয়ারে ২ ক্যামেরা

গুঞ্জন উঠেছে অ্যাপল তাদের পরবর্তী প্রজন্মের আইফোন নিয়ে কাজ শুরু করেছে। এই ফোনটির মডেল আইফোন ৭ প্রো। এই ফোনে থাকবে দুইটি রিয়ার ক্যামেরা। এছাড়াও এতে স্মার্ট কানেকটর থাকবে।
আইফোন ৭ প্রো সম্পর্কে সম্প্রতি জাপানের একটি সংবাদ মাধ্যম ছবিসহ তথ্য প্রকাশ করেছে। এই ম্যাগাজিনটির নাম ম্যাক ফ্যান। এছাড়াও জাপানের অ্যাপলের ব্লগ ম্যাকওটাকারাও আইফোন ৭ প্রো সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
এই প্রতিবেদন অনুযায়ী, আইফোন ৭ প্রো হবে ৫.৫ ইঞ্চির এলসিডি ডিসপ্লের। ফোনটি ৭.৩ মিলিমিটার পুরুত্বের। আইফোন ৬ এস প্লাসও ৭.৩ মিলিমিটার পুরুত্বের ছিল। এতে ডুয়েল আইসাইট ক্যামেরা থাকবে।
অ্যাপলের অন্যান্য ফোনের মত এতে হেডফোন জ্যাক থাকবে না। থাকবে স্মার্ট কানেক্টর। এই কানেক্টর থাকবে ফোনের নিচের অংশে। এই স্মার্ট কানেক্টর দিয়ে ফোন চার্জ দেয়া, তথ্য আদান-প্রদান, গান শোনার মত সব ধরণের পোর্টের কাজ করবে।
ফোনটির দুই লেন্সের রিয়ার ক্যামেরা হবে ১২ মেগাপিক্সেলের। একটি ক্যামেরায় থাকবে ওআইএস এবং ওয়াইডার ফিল্ড অব ভিউ। অন্যটিতে হবে ২-৩ এক্স টেলিফটো লেন্স।
এই সংক্রান্ত আরো সংবাদ

আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন

মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন

স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন