আইভীর মুখে সবার নাম, নেই শুধু শামীম ওসমান!
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের (নাসিক) নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী জয়ের জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
আজ রোবাবার সন্ধ্যা সাড়ে ৬টায় ধানমণ্ডি ৩-এ আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাতে আসেন আইভী। এ সময় উপস্থিত নেতাকর্মীরা তাঁকে অভ্যর্থনা জানান। এরপর শুরু হয় কুশল বিনিময় ও অনুভূতি প্রকাশ পর্ব। এ সময় দলের নেতাকর্মী ও উপস্থিত সবাইকে মিষ্টি খাইয়ে বিজয়ের উচ্ছ্বাস প্রকাশ করেন আইভী।
অন্যদিকে এ বিজয়কে শুধু আইভী নয়, আওয়ামী লীগেরও বিজয় বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এ সময় আইভী দলের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং নারায়ণগঞ্জ নির্বাচনে দলের পক্ষ থেকে টিমওয়ার্কে থাকা নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কৃতজ্ঞতা প্রকাশ করেন, নারায়ণগঞ্জে তাঁর সমর্থক ও ভোটারদের প্রতি। সেইসঙ্গে দলমতের ঊর্ধ্বে থেকে নারায়ণগঞ্জবাসীর জন্য কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন আইভী।
তবে, নির্বাচনে এবং অতীতের নানা ঘটনা সৃষ্টির কেন্দ্রবিন্দুতে থাকা সংসদ সদস্য শামীম ওসমানের নাম একবারও উচ্চারিত হয়নি এই অনুষ্ঠানে। শুধু আইভী নন, অনুষ্ঠানের সঞ্চালক দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং অনুষ্ঠানের একমাত্র বক্তা যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনির বক্তব্যেও শামীম ওসমানের নাম শোনা যায়নি।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক, সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, উপদপ্তরবিষয়ক সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন