বোলিংয়ে নিষিদ্ধ তাসকিন
আইসিসির কাছে আমরা আবেদন করব: পাপন
অবৈধ বোলিং অ্যাকশনের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ হয়েছেন তাসকিন আহমেদ। তবে এই ডানহাতি পেসারের সব বল অবৈধ নয়। কিছু-কিছু বলে সমস্যা আছে। যেহেতু সব বলে সেহেতু আন্তর্জাতিক ক্রিকেটে তাসকিনের খেলতে কোনো বাঁধা নেই বলে মনে করছেন বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
আন্তর্জাতিক ক্রিকেটে একই সঙ্গে সানি ও তাসকিনের বোলিং নিষিদ্ধ হওয়াটা বাংলাদেশের দলের জন্য বিশাল ধাক্কা। এই ধাক্কা কাটিয়ে ওঠার জন্য এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছে বিসিবি। সানির বলে সমস্যা থাকতে পারে। তবে তাসকিনের সব বল অবৈধ নয়। তাই প্রয়োজনে তাসকিনকে ফিরে পেতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আপিল করবে বিসিবি। রোববার গুলশানে নিজ বাসভবনে সংবাদ মাধ্যমের কাছে এসব কথা বলেন বিসিবি সভাপতি।
আন্তর্জাতিক ক্রিকেটে তাসকিনের ফেরানোর ব্যাপারে পাপন বলেন, ‘আইসিসির রিপোর্টে বলা আছে তাসকিনের কিছু কিছু অ্যাকশনে সমস্যা রয়েছে। তার স্টক ডেলিভারি ও ইয়র্কারে কোনও সমস্যা নেই। তাই আমার মনে হয় আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে তাসকিনের সমস্যা নেই। নির্দিষ্ট কিছু ডেলিভারি না দিলেই হলো। এ ব্যাপারে আমরা আইসিসির কাছে আনুষ্ঠানিক আবেদন করব।’
এরই মধ্যে বিসিবির টেকনিক্যাল কমিটি তাসকিনের ইস্যুটি নিয়ে কাজ শুরু করে দিয়েছে। তাই আইসিসি তাসকিনের ব্যাপারটি পুনর্বিবেচনা করবে বলে মনে করছেন বিসিবি সভাপতি।
এ প্রসঙ্গে নাজমুল হাসান পাপন বলেন, ‘আমাদের একটি টেকনিক্যাল কমিটি তাসকিনের ব্যাপারে কাজ করছে। তারা সব কাগজপত্র গুছিয়ে আইসিসির কাছে সেগুলো জমা দিবে। আমার বিশ্বাস আইসিসি তাসকিনের ব্যাপারটি পুনর্বিবেচনা করবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন