আইসিসির কাছে ‘সততা’ চান পাইলট

টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন সময়ে তাসকিন আহমেদ আর আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে আম্পায়ারদের সন্দেহে অবাক হয়েছে সবাই। দলের কোচ চান্দিকা হাতুরুসিংহে সরাসরি প্রশ্ন তুলেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের(আইসিসি) প্রভাব নিয়েও। একই পথে হাঁটলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটও।
আর সবার মতো বিশ্বকাপের মাঝখানে তাসকিন-সানিকে প্রশ্ন তোলাতেই অবাক হয়েছেন পাইলট। কেন এমন হচ্ছে? আইসিসির পদক্ষেপই বা এমন কেন? বাংলাদেশের বিপক্ষেই কি ইচ্ছাকৃতভাবে এমনটা করা হচ্ছে?
দেশের শীর্ষ একটি দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে এ প্রসঙ্গে পাইলট বলেন, ‘আমি সেটা এখনই বলতে চাই না। তেমন কোনো প্রমাণ তো নেই। তবে এটা ঠিক যে সততা ব্যাপারটা কোথাও একটু কম আছে বলে সন্দেহ হচ্ছে। একটা সন্দেহ তো থাকে যে, বাংলাদেশ এখন হুমকি হয়ে উঠেছে; ফলে এই দলটাকে নিয়ে কেউ অন্যরকম ভাবতেও পারে। নইলে প্রতিটা গ্লোবাল ইভেন্টের আগে কেনো এমন সব ঘটনা হবে?’
তিনি জানান, আইসিসির এমন টাইমিং নিয়েই তার সন্দেহ রয়েছে। এর আগেও ওয়ানডে বিশ্বকাপের আগে নারিন, হাফিজ, সেনানায়েকে এবং বাংলাদেশে সোহাগ গাজী এই সন্দেহে পড়েন। পাইলটের প্রশ্ন, কেন এমন গ্লোবাল টুর্নামেন্টের সময়েই এসব করতে হয় আইসিসির!
আপাতত অপেক্ষা করা ছাড়া আর কোন উপায় নেই। আইসিসির প্রতি আস্থা রেখেই তিনি বলেছেন, ‘আমি আশা করি, একটা বোলারকে আইসিসির অফিশিয়ালরা যখনই সন্দেহ করবেন, যত শুরুতে সম্ভব ব্যাপারটা নজরে আনা। তাতে ছেলেটা শুধরে আবার ফিরে আসতে পারে। সেই সাথে বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে আইসিসিকে সততার সাথে কাজ করা উচিত।’
রবিবার চেন্নাইতে নিজের অ্যাকশন পরীক্ষায় নামবেন স্পিনার আরাফাত সানি। একদিন বাদে আসবেন তাসকিন আহমেদ। আইসিসি থেকে সময় বেঁধে দেওয়া হয়েছে সাতদিনের। তবে পরীক্ষার ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে বল করতে থাকবেন দুজনেই।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন