আইসিসির ভুলের মাশুল ফাইনালে দিতে হল ভারতকে, জেনে নিন.. পাকিস্তান জয়ের কারণ!

আইসিসির ভুলের মাশুল ফাইনালে দিতে হল ভারতকে। পাকিস্তানের কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল পরাজয়ের কারণ হিসেবে বেরিয়ে এলো চাঞ্চল্যকর এক তথ্য। জানা গেছে, টিম ইন্ডিয়ার জন্য যে হোটেল ঠিক করা হয়েছিল, সেখানে ইলেকট্রিক গোলযোগ থাকায় সারারাত নাকি ঘুমোতে পারেননি বিরাটরা।
শনিবার ক্রিকেটাররা নিয়মমাফিক অনুশীলন সেরে ছিলেন। বলা যেতে পারে, টানা দ্বিতীয়বার ট্রফি ঘরে তোলার লক্ষ্যে কড়া অনুশীলন করেছিলেন কোহলিরা। তারপরে রবিবারের বড় ম্যাচের আগে তারা একটু তাড়াতাড়ি বিশ্রামে যাবেন বলে মনস্থির করে ফেলেন। সেটা মাথায় রেখে প্রতিটা ক্রিকেটাররা টিম হোটেলে যে যার ঘরে ঢুকে পড়েন৷
এরপর যে যার ঘরে ঢুকে দেখতে পান, ঘরের এসি বিকল হয়ে রয়েছে। কয়েকজন ক্রিকেটার অভিযোগ করেন যে, এসির পাশাপাশি ঘরের ইলেক্ট্রিসিটিও নাকি ঠিক নেই। ঘন্টাখানেক পর এসি ঠিক করে দেওয়া হলেও ঠিক মতো ঘুম হয়নি ভারতীয় দলের কোন খেলোয়াড়েরই। রাতের ঠিক মতো ঘুম না হতে পারাটাই ইন্ডিয়ার হারের কারণ তাহলে। প্রশ্নটা অবশ্য এখন তোলাই থাকল।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন