আইসিসির রেটিং পয়েন্টে বাংলাদেশের উন্নতি হলেও ভারতের অবনতি

আইসিসির বার্ষিক হালনাগাদের পর টেস্ট র্যাংকিংয়ে রেটিং পয়েন্টে বাংলাদেশের কিছুটা উন্নতি হয়েছে। মঙ্গলবার নতুন র্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। এই হালনাগাদে অতীত হয়ে গেছে ২০১২-১৩ মৌসুমের পারফরম্যান্স। ২০১৩-১৪ ও ২০১৪-১৫ মৌসুমের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে ৫০ শতাংশ, আর ২০১৫-১৬ মৌসুমের শতভাগ।
এর আগে বাংলাদেশের ব্যবধান ছিল ২৯ পয়েন্ট। ৭৬ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে ছিল ওয়েস্ট ইন্ডিজ, ৪৭ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে বাংলাদেশ। হালনাগাদের পর অবস্থান ঠিক থাকলেও ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট কমে হয়েছে ৬৫, বাংলাদেশের বেড়ে হয়েছে ৫৭।
হালনাগাদের পর শীর্ষস্থান আরও সংহত করেছে অস্ট্রেলিয়া। দুইয়ে থাকা ভারতের সঙ্গে ব্যবধান আগে ছিল ২ পয়েন্ট, সেটি বেড়ে হয়েছে ৬ পয়েন্ট।
ভারতের ঘাড়ে নিশ্বাস ফেলছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। চার থেকে তিনে উঠে এসেছে তারা, ভারতের থেকে পিছিয়ে মাত্র ১ পয়েন্ট।তবে অবনতি হয়েছে দক্ষিণ আফ্রিকার তিন থেকে তারা নেমে গেছে ছয়ে।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন