আইসিসির র্যাংকিং এ সাকিবকে টপকে উপরে আফগানিস্তানের পেসার দৌলাত

আইসিসির টি-টোয়েন্টি র্যাংকিংয়ের সেরা বোলারদের স্থান থেকে পতন হয়েছেন সাকিব আল হাসানের। সেরা দশের এই তালিকায় আট নাম্বারে অবস্থান করছেন দৌলাত। আর তাকে জায়গা দিতেই নয় থেকে দশে নেমে গেছেন সাকিব। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বল হাতে দারুণ পারফর্ম করেছেন দৌলাত জাদরান। দুই ম্যাচে আফগান এই পেসার তুলে নিয়েছেন ৫ উইকেট। অসাধারণ এই পারফরম্যান্সের স্বীকৃতিটাও তিনি পেয়ে গেছেন হাতে-হাতেই। সদ্য প্রকাশিত আইসিসির টি-টোয়েন্টি র্যাংকিংয়ের সেরা বোলার হিসেবে শীর্ষ দশে উঠে এসেছেন জাদরান।
সাকিবের পরে বাংলাদেশিদের মধ্যে ২৩তম অবস্থানে রয়েছেন জাতীয় দলের বাইরে থাকা আব্দুর রাজ্জাক। আর অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা রয়েছেন ৩৩ নাম্বারে।
বোলিংয়ে এক ধাপ পেছালেও অলরাউন্ডার র্যাংাকিংয়ে যথারীতি শীর্ষেই রয়েছেন সাকিব। আর ব্যাটিংয়ে ২২তম স্থানে রয়েছেন বাংলাদেশের সেরা এই তারকা। সাকিবের পরে বাংলাদেশিদের মধ্যে রয়েছেন তামিম ইকবাল। ৩৭তম অবস্থানে রয়েছেন তিনি।
দৌলাতের সঙ্গে আরেক আফগানি মোহাম্মদ শাহজাদেরও দারুণ উন্নতি হয়েছে। প্রথমবারের মত অষ্টম স্থানে উঠে এসেছেন এই ব্যাটসম্যান। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ৬৭ বলে ১১৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন তিনি।
দৌলাত জাদরানের সঙ্গে র্যাংকিংয়ে উন্নতি হয়েছে আরেক আফগান ক্রিকেটার মোহাম্মদ শাহজাদেরও। ২৭ বছর বয়সী এই ব্যাটসম্যান রয়েছেন অষ্টম স্থানে। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ৬৭ বলে ১১৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন শাহজাদ। র্যাংকিংয়ে ১২ ধাপ এগিয়ে মহাকাব্যিক এই ইনিংস খেলার স্বীকৃতি পেয়েছেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন