আওয়ামী লীগের কাউন্সিলের প্রস্তুতি চলছে পুরোদমে

দুই সপ্তাহের বেশি সময় বাকি থাকলেও আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলের প্রস্তুতি চলছে পুরোদমে। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ২২ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিতব্য ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানের পূর্ব দিকে আওয়ামী লীগের মঞ্চ ও সাজসজ্জা কমিটির অস্থায়ী কার্যালয় তৈরি করা হয়েছে।
মঙ্গলবার সকালে সরেজমিন পরিদর্শনকালে দেখা গেছে, সোহরাওয়ার্দী উদ্যানের পূর্ব দিকে ও পূর্ব পশ্চিমমুখী প্যান্ডেল তৈরির কাজ চলছে। মাঠে হাজার হাজার বাঁশ, দড়ি ও কাপড়ের স্তুপ করা রয়েছে। ঝোপ ঝাড় কেটে পরিষ্কার করা হচ্ছে। ভিআইপিদের গাড়ি চলাচলের সুবিধার্থে বাংলা একাডেমির বিপরীত দিকে উদ্যানের ভেতর নতুন করে একাধিক রাস্তা তৈরি করা হচ্ছে।
আনোয়ার হোসেন নামে এক শ্রমিক জানান, পুরোনো ঢাকার পিয়ারু ডেকোরেটর মঞ্চ তৈরির কাজ করছে। গত ২ অক্টোবর থেকে অর্ধশতাধিক শ্রমিক প্রতিদিন মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ করছেন। কাউন্সিল ও দুর্গাপূজা উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ ও র্যাবের সদস্যরা নিয়মিত টহল দিচ্ছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন