আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর বাসভবনে হামলা, ভাঙচুরের অভিযোগ
পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর বাসভবন, কার্যালয় ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। আজ সোমবার দুপুরে ইউনিয়নের নগরহাট বাজারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সোমবার বেলা ১টার দিকে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেনের সমর্থকদের সঙ্গে বিদ্রোহী প্রার্থী ও উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক মো. শাহাজাদা হাওলাদারের সমর্থকদের কথা কাটাকাটি হয়।
বিদ্রোহী প্রার্থী শাহাজাদা অভিযোগ করেন, এ ঘটনার জের ধরে কামালের নেতৃত্বে শতাধিক লোক ধারালো অস্ত্র নিয়ে তাঁর বাসভবন, নির্বাচনী কার্যালয় ও ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যাপক হামলা ও ভাঙচুর করে।
এ অভিযোগের বিষয়ে জানতে চাইলে কামাল হোসেন সাংবাদিকদের বলেন, ওই ঘটনার সঙ্গে আমি কিংবা আমার কোনো কর্মী-সমর্থক জড়িত না। এটি একটি সাজানো নাটক।
এ ব্যাপারে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান বলেন, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কেউ অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

পটুয়াখালী-৩: বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে হাসান
একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে নানা উসিলা আর উপলক্ষে নির্বাচনীবিস্তারিত পড়ুন

পটুয়াখালীতে ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ নারী আটক
পটুয়াখালীতে ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ মোসা. ফাতিমা আক্তার (৩০)বিস্তারিত পড়ুন

এক নারীকে স্ত্রী দাবি দুই ব্যক্তির!
পটুয়াখালীর বাউফলে এক নারীকে (২২) দুই ব্যক্তি স্ত্রী হিসেবে দাবিবিস্তারিত পড়ুন