আওয়ামী লীগ প্রার্থীর ভাইকে কুপিয়ে হত্যা
ফরিদপুরের মধুখালীতে ইউপি নির্বাচনের প্রচারণা নিয়ে সঙ্ঘর্ষে আওয়ামী লীগের প্রার্থীর ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় বিএনপির প্রার্থীসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মধুখালী থানার ওসি রুহুল আমিন জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাগাট ইউনিয়নের রায়যাদবপুরে এ ঘটনা ঘটে।
ওসি রুহুল আমিন বলেন, রাত সাড়ে ৯টার দিকে বাঘাট বাজারে আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্পের সামনে দিয়ে বিএনপি প্রার্থীর সমর্থকরা কয়েক দফা মিছিল করে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। রাত সাড়ে ১০টার দিকে বিএনপির প্রার্থীর সমর্থকরা আওয়ামী লীগের নির্বাচনী অফিসে হামলা করে এবং কর্মীদের এলোপাতাড়ি কোপানো শুরু করে। এ সময় আতিয়ারসহ উভয়পক্ষের অন্তত আটজন আহত হন।
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাত সাড়ে ১১টার দিকে সেখানে আতিয়ারের মৃত্যু হয় বলে জানান ওসি।
নিহত মো. আতিয়ার রহমান (৫৫) বাঘাট ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী মো. মতিয়ার রহমানের বড় ভাই। আগামী ৭ মে এ ইউনিয়নে ভোট হওয়ার কথা।
রুহুল আমিন জানান, এ ঘটনায় বিএনপির প্রার্থী আব্দুর রহিমসহ আটজনকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে। মামলা করার পর আজ রবিবার দুপুরে তাদের আদালতে হাজির করা হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন