আকরাম খান: মুশফিক ঠিক সিদ্ধান্তই নিয়েছে

জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান মনে করেন, উইকেটকিপিং ছেড়ে মুশফিকুর রহিম ঠিক সিদ্ধান্তই নিয়েছেন। এতে মুশফিকের ব্যাটিং আরো ভালো হবে বলেই মনে করেন তিনি।
শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে মুশফিক বলেছিলেন যে, অধিনায়কত্ব এবং ব্যাটিংয়ের পাশাপাশি কিপিংটাও তিনি উপভোগ করেন। তার কথায় কিপিং করার বাসনা স্পষ্টভাবেই প্রকাশিত হয়েছিলো। কিন্তু শ্রীলঙ্কা যাবার পরই শোনা যায় কিপিং ছেড়ে দিয়েছেন মুশফিক।
ঠিক কী কারণে হঠাৎ ভালো লাগার জায়গাটা ছেড়ে দিলেন মুশফিক— এমন প্রশ্ন আসে সমর্থক পর্যায় থেকে। একদিন পর জানা যায়, টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়ে মুশফিককে জানিয়ে দিয়েছে যে, তিনি আর কিপার থাকছেন না।
এ কথা শোনার পর মুশফিক কথা বাড়াননি। বরং খুশি মনে মেনে নিয়েছেন। আসলেই কি মুশফিক খুশি মনেই কিপিং ছেড়েছেন? এই প্রশ্নের উত্তর আপাতত পাওয়ার সুযোগ নেই।
তবে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান মনে করছেন, ঠিক সিদ্ধান্তই হয়েছে। তিনি বলেন, ‘তিনটি বড় দায়িত্ব একসঙ্গে পালন করা কঠিন। একসঙ্গে এতোগুলো কাজ করলে সবগুলোই ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘ সময় কিপিং করার পর ব্যাটিং করাটা শারীরীক ঝক্কি- ঝামেলার ব্যাপার।’
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন