বুধবার, জানুয়ারি ২৯, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আকাশের ছবি তুলে পোস্ট করলেন মমতা, তারপরই তীব্র সমালোচনা

নীল আকাশে মেঘের ভেলা। কিন্তু তার মধ্যেও কারও কারও চোখে ধরা পড়ল দার্জিলিংয়ের আগুন।

তারপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইটার হ্যান্ডেলে আসতে থাকে একের পর এক বিদ্রুপাত্মক মন্তব্য।
গত বৃহস্পতিবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী আকাশের ছবি তুলে নিজের টুইটার হ্যান্ডলে পোস্ট করেছিলেন। সঙ্গে লিখেছিলেন ‘ছবিটি আমি নবান্ন থেকে তুলেছি। আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নিচ্ছি’। ছবিটির সঙ্গে রাজনীতি, কূটনীতি বা রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতির কোনও সম্পর্ক নেই। স্রেফ নীল আকাশে সাদা-কালো মেঘের খেলে বেড়ানোর ছবি। কিন্তু সেই ছবি দেখেও কটাক্ষ করতে ছাড়েননি অনেকে।

এমনিতেই দার্জিলিং নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করে বিরোধীদের আক্রমণ অব্যাহত। কিন্তু তাঁর নিজস্ব টুইটার হ্যান্ডলেও এ ব্যাপারে ব্যক্তিগত আক্রমণকে কুরুচিকর বলেই মনে করছেন রাজনীতির কারবারিদের একাংশ। বিশেষ করে মুখ্যমন্ত্রীর পোস্ট করা ছবিটি যখন একেবারেই অরাজনৈতিক।

ছবিটির প্রশংসা করে টুইট করেছেন অনেকেই। শুক্রবার রাত পর্যন্ত ছবিটি রিটুইট করেছেন ১৯০ জন। ‘নাইস’, ‘একসেলেন্ট’, ‘দারুণ দৃশ্য’ এবং ‘অ্যামেজিং’য়ের মতো বহু মন্তব্যও এসেছে।

আবার অনেকেই এমন মন্তব্য করেছেন যার সঙ্গে ছবিটির কোনও সম্পর্ক নেই। যেমন সাহিল নামে এক ব্যক্তি লিখেছেন, ‘রোম যখন জ্বলছিল তখন নিরো বাঁশি বাজাচ্ছিলেন। দার্জিলিং যখন পুড়ছে তখন দিদি ছবি তুলছেন’। দার্জিলিঙের বর্তমান পরিস্থিতির জন্য সরাসরি মুখ্যমন্ত্রীকে দায়ী করে পঙ্কজ যাদব নামে এক ব্যক্তি মমতার টুইটার হ্যান্ডেলে লিখেছেন, ‘আপনার জন্যই দার্জিলিং জ্বলছে। আপনি গণতন্ত্রকে ধ্বংস করছেন’। মান্না সরকার নামে একজনের মন্তব্য, ‘এইসব ছাড়ুন। দার্জিলিংয়ের অবস্থা দেখুন’। বরুণ সিংহ নামে এক ব্যক্তি লিখেছেন, ‘খুব ভাল। বাংলার একটা অংশ যখন জ্বলছে, তখন আপনি আকাশের ছবি সাজাচ্ছেন’!

আবার এক ব্যক্তি লিখেছেন, ‘দেখে মনে হচ্ছে একটি শিল্প শহর, যেখানে একটি শিল্পও নেই’। রাকেশ মুরারকা নামে এক ব্যক্তির কটাক্ষ, ‘ফটোগ্রাফিকে পেশা করুন। বাংলাকে বাঁচতে সাহায্য করুন’। অনুজ আর্য নামে এক ব্যক্তি মুখ্যমন্ত্রীর কাছে জানতে চেয়েছেন, ‘ছবিটি ভাল, কিন্তু আপনি রাজনীতি ছাড়ছেন কবে’?

মুখ্যমন্ত্রীর বিদ্রুপকারীদের মধ্যে কাউকে কাউকে আবার পাল্টা খোঁচাও খেতে হয়েছে। একজন লিখেছেন, ‘দিদি, এটা প্রতিবাদ জানানোর খুব ভাল উদাহরণ। যাঁদের বুদ্ধি আছে, তাঁরা বুঝবেন আকাশের দিকে মুখ করে থুতু ছেটালে তা নিজের মুখেই পড়ে’।
সূত্র: এবেলা

এই সংক্রান্ত আরো সংবাদ

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল

আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬

ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন

ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত

গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন

  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প
  • ওমানে বন্দুকধারীর হামলায় মসজিদের কাছে   ৪জন নিহত
  • ট্রাম্পকে গুলি করা ব্যক্তি দলের নিবন্ধিত ভোটার
  • প্রেসিডেন্ট মাসুদকে সতর্কতা ইরানিদের 
  • ভারতের সঙ্গে চুক্তিতে দেশের মানুষের আস্থা প্রয়োজন
  • ভারত আমাদের রাজনৈতিক বন্ধু, চীন উন্নয়নের : কাদের
  • ইসরায়েলে মুহুর্মুহু রকেট হামলা ইসলামিক জিহাদের
  • প্রথম বিতর্কের পর ট্রাম্পের দিকে ঝুঁকছেন দোদুল্যমান ভোটাররা!
  • রেবন্ত রেড্ডি এবং চন্দ্রবাবু নাইডু বৈঠক নিয়ে নানা জল্পনা
  • স্টারমারের দুঃখ প্রকাশের পরও বাংলাদেশি কমিউনিটিতে ক্ষোভ