আকাশে নয়, এবার পর্দায় চমকাবে ‘বিজলি’

ফিল্মপাড়ায় যে কয়জন আবেদনময়ী অভিনেত্রী রয়েছেন তাদের মধ্যে তিনি অন্যতম। বরাবরই তাকে দেখা যায় গ্লামারার্স লুকে। মাঝে মাঝে উত্তাপও ছড়ান বড় পর্দায়। যার কথা বলছি, তিনি আর কেউ নন- ববি। অন্যের ছবিতে অভিনয় করা অনেক হলো, তাই এবার তাকে দেখা যাবে নিজের ছবিতে অর্থাৎ হোম প্রোডাকশন ববস্টার ফিল্মসে। আগামী শনিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হবে ‘বিজলী’ নামের এ ছবির মহরত। পরিচালনায় রয়েছেন ইফতেকার চেৌধুরী।
এ ছবিতে একটি সুপার ওম্যান চরিত্রে দেখা যাবে ববিকে। এতে আরও অভিনয় করবেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী শতাব্দী রায়। বর্তমানে তিনি রাজনীতি নিয়ে ব্যস্ত। এ ছবির মাধ্যমে দীর্ঘদিন পর পর্দায় ফিরবেন তিনি। এতে একজন বিজ্ঞানীর চরিত্রে দেখা যাবে তাকে।
ববি বলেন, আমার জন্য ‘বিজলী’ ছবিটি একটি চ্যালেঞ্জ। নিজের ছবি বলে কাজের চাপ কয়েক গুণ বেড়ে গেছে। মহরতের পর কলকাতায় যাব। প্রায় ১০ দিন শুটিং করে ফের ঢাকায় ফিরব। সবমিলিয়ে ব্যস্ততার রাজ্যে ডুবে গেছি।
এ ধরনের চরিত্র বেছে নিলেন কেন জানতে চাইলে ববি বলেন, বর্তমান প্রেক্ষাপটে সিনেমার নির্দষ্টি কোনো গণ্ডি নেই। দর্শকরা যে কোনো সময় যে কোনো জিনিস লুফে নিচ্ছেন। কেউ বলতে পারবে না কোনটি গ্রহণযোগ্য হবে কোনটি হবে না। সবই এখন দর্শকদের কাছে। তাই চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছি। এতটুকু আশ্বস্ত করতে পারি আকাশে নয় এবার বড় পর্দায় চমকাবে এ ‘বিজলী’।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন