আক্রমণাত্মক মন্ত্রে ‘শনির দশা’ কাটিয়েছে কুমিল্লা
বর্তমান চ্যাম্পিয়ন হয়েও ষষ্ট ম্যাচে এসে প্রথম জয় দেখতে হয়েছে। চারদিকে গুঞ্জন, অধিনায়কের সঙ্গে পড়ছে না মালিকপক্ষের। এমন পরিস্থিতিতে শেষ ম্যাচে ৩২ রানের জয় কীভাবে আসল? আজ নিষ্প্রয়োজন এই প্রশ্নের উত্তর দিতে হলো নাজমুল হোসেন শান্তকে।
শান্ত বলেন, ‘আক্রমণাত্মক খেলার পরিকল্পনা থেকেই আমরা জয়ে ফিরেছি। সামনের ম্যাচেও এটা ধরে রাখার চেষ্টা করবো।’
গতকাল মাশরাফিও ম্যাচশেষে ধারাভাষ্যকারের সঙ্গে আলাপকালে বলেছিলেন, ‘ভয়ডরহীন ক্রিকেট খেলার চেষ্টা করেছি আমরা।’
কুমিল্লা গতকাল রাজশাহীর বিপক্ষে ৩২ রানের জয় পায়। সোহেল তানভীর এবং সাইফউদ্দিন দুজনে মিলে নেন ৭ উইকেট। মাশরাফি ৪ ওভার বল করে ১৫ রান খরচ করে ১ উইকেট নেন।
‘আমরা আত্মবিশ্বাসের অভাবে ভুগছিলাম। এই জয়ে আমাদের আত্মবিশ্বাস ফিরে পেয়েছি। আশা করি সামনের ম্যাচগুলোতে এটা খুব কাজে দেবে।’ চট্টগ্রামে অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন শান্ত।
কাল কুমিল্লা খেলবে চিটাগাং ভাইকিংসের বিপক্ষে। সন্ধ্যা পৌনে ছয়টায় মুখোমুখি হবে দুই দল।
কুমিল্লা শেষ ম্যাচে জয় পাওয়ায় সতর্ক তাদের প্রতিপক্ষ চিটাগাং ভাইকিংস। দলের তরুণ সদস্য জাকির মাঠ ছাড়ার আগে বলে গেলেন, ‘কুমিল্লা শেষ ম্যাচ জিতেছে শনিবার। অবশ্যই ওরা একটু আত্মবিশ্বাস পেয়েছে। আমরা ওদের চেয়ে একটু বেশি আত্মবিশ্বাসী। কারণ আমরা বড় স্কোরে আছি, ভালো বোলিং করেছি। শেষ ম্যাচ আমরা ওদের সঙ্গে জিতেছিও। আশা করি আমরা ভালো করবো।’
কুমিল্লার কোচ মিজানুর রহমান বাকী ম্যাচগুলোকে ‘ডু অর ডাই’ হিসেবে নিয়েছেন। তিনি বলছেন, ‘একটা মোমেন্টাম দরকার ছিল, আমরা সেই মোমেন্টাম পেয়েছি। এখন এই উদ্দীপনা কাজে লাগিয়ে আমরা খেলবো। ভাগ্যে যা আছে তাই হবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন