আগস্টেই টেস্ট খেলতে ভারত যাবে বাংলাদেশ
বাংলাদেশ ক্রিকেট দল এই প্রথমবারের মতো ভারতে একটি টেস্ট ম্যাচ খেলতে সফরে যাচ্ছে এ বছর আগস্ট মাসে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিবিসি বাংলাকে জানিয়েছে , এই সফর মোটামুটি নিশ্চিত।
এ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে একটা চুক্তিও হয়ে গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তা জালাল ইউনুস। জালাল ইউনুস বলেন, ‘আগস্ট মাসে আবহাওয়া কেমন থাকে তার ওপর নির্ভর করবে কোন শহরে টেস্ট ম্যাচটি হবে।’
তবে টেস্ট ম্যাচের সাথে সীমিত ওভারেরর সিরিজও থাকবে কিনা তা এখনো নির্ধারিত হয়নি বলে জানান তিনি।
বাংলাদেশ ২০০০ সালে টেস্ট মর্যাদা পাবার পর প্রথম টেস্ট ম্যাচটি খেলতে ভারতই বাংলাদেশ সফর করেছিল। কিন্তু এরপর গত ১৬ বছরে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে টুর্নামেন্ট খেলতে গেছে – কিন্তু কোনও দ্বিপাক্ষিক সফরে ভারতে আমন্ত্রিত হয়নি।
তবে, এ বছর বাংলাদেশে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের সফরটি নানা কারণে হচ্ছে না।
সূত্রঃ বিবিসি
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন