আগস্টে বড় বন্যার শঙ্কা: পানিসম্পদমন্ত্রী

এ বছর অন্যবারের তুলনায় বেশি বৃষ্টি হচ্ছে। ফলে আগামী আগস্ট মাসের মাঝামাঝি বন্যার শঙ্কা রয়ে গেছে।
আজ বুধবার দুপুরে পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘এবার দ্বিগুণ বৃষ্টিপাত হয়েছে। সামনে পদ্মা, মেঘনা, যমুনার পানি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। একই সময়ে তিনটি নদীর পানি বৃদ্ধি এবং অমাবস্যা হলে সাধারণত বাংলাদেশে বন্যা হয়। তাই আগস্টের মাঝমাঝি বড় ধরনের বন্যার শঙ্কা রয়েছে।’
এ ব্যাপারে জেলা প্রশাসকদের সতর্ক থাকতে নির্দেশ দেন পানিসম্পদমন্ত্রী।
আজ সকালে জেলা প্রশাসক সম্মেলনে প্রশাসকদের সঙ্গে পানিসম্পদ মন্ত্রণালয়ের কর্ম-অধিবেশনে বক্তব্য দেন পানিসম্পদমন্ত্রী। সচিবালয়ে মন্ত্রিপরিষদের সম্মেলন কক্ষে এই অধিবেশন চলছে। সেখান থেকে বেরিয়ে মন্ত্রী গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।
এ সময় পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ জানান, মন্ত্রণালয়ের মোট বাজেটের অর্ধেকই আগামী বছর ড্রেজিংয়ের জন্য বরাদ্দ থাকবে। এই টাকা দিয়ে পানিপ্রবাহ বৃদ্ধির জন্য নদ-নদীগুলো ড্রেজিং করা হবে।
আনিসুল ইসলাম মাহমুদ জানান, জেলা প্রশাসকরা নদ-নদীগুলো ড্রেজিংয়ের কথা বলেছেন। তাঁরা বলেছেন, ড্রেজিং হলে নদীভাঙন কম হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন