আগস্টে বড় বন্যার শঙ্কা: পানিসম্পদমন্ত্রী

এ বছর অন্যবারের তুলনায় বেশি বৃষ্টি হচ্ছে। ফলে আগামী আগস্ট মাসের মাঝামাঝি বন্যার শঙ্কা রয়ে গেছে।
আজ বুধবার দুপুরে পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘এবার দ্বিগুণ বৃষ্টিপাত হয়েছে। সামনে পদ্মা, মেঘনা, যমুনার পানি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। একই সময়ে তিনটি নদীর পানি বৃদ্ধি এবং অমাবস্যা হলে সাধারণত বাংলাদেশে বন্যা হয়। তাই আগস্টের মাঝমাঝি বড় ধরনের বন্যার শঙ্কা রয়েছে।’
এ ব্যাপারে জেলা প্রশাসকদের সতর্ক থাকতে নির্দেশ দেন পানিসম্পদমন্ত্রী।
আজ সকালে জেলা প্রশাসক সম্মেলনে প্রশাসকদের সঙ্গে পানিসম্পদ মন্ত্রণালয়ের কর্ম-অধিবেশনে বক্তব্য দেন পানিসম্পদমন্ত্রী। সচিবালয়ে মন্ত্রিপরিষদের সম্মেলন কক্ষে এই অধিবেশন চলছে। সেখান থেকে বেরিয়ে মন্ত্রী গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।
এ সময় পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ জানান, মন্ত্রণালয়ের মোট বাজেটের অর্ধেকই আগামী বছর ড্রেজিংয়ের জন্য বরাদ্দ থাকবে। এই টাকা দিয়ে পানিপ্রবাহ বৃদ্ধির জন্য নদ-নদীগুলো ড্রেজিং করা হবে।
আনিসুল ইসলাম মাহমুদ জানান, জেলা প্রশাসকরা নদ-নদীগুলো ড্রেজিংয়ের কথা বলেছেন। তাঁরা বলেছেন, ড্রেজিং হলে নদীভাঙন কম হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল
ইরান-ইসরায়েলের “১২ দিনের যুদ্ধ” থেমেছে, কিন্তু ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষেরবিস্তারিত পড়ুন

টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর
ঝিনাইদহে আদালত চত্বরে চাঁদাবাজির মামলার স্বাক্ষীকে হত্যার হুমকি ও মারধরেরবিস্তারিত পড়ুন