আগস্টে বড় বন্যার শঙ্কা: পানিসম্পদমন্ত্রী

এ বছর অন্যবারের তুলনায় বেশি বৃষ্টি হচ্ছে। ফলে আগামী আগস্ট মাসের মাঝামাঝি বন্যার শঙ্কা রয়ে গেছে।
আজ বুধবার দুপুরে পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘এবার দ্বিগুণ বৃষ্টিপাত হয়েছে। সামনে পদ্মা, মেঘনা, যমুনার পানি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। একই সময়ে তিনটি নদীর পানি বৃদ্ধি এবং অমাবস্যা হলে সাধারণত বাংলাদেশে বন্যা হয়। তাই আগস্টের মাঝমাঝি বড় ধরনের বন্যার শঙ্কা রয়েছে।’
এ ব্যাপারে জেলা প্রশাসকদের সতর্ক থাকতে নির্দেশ দেন পানিসম্পদমন্ত্রী।
আজ সকালে জেলা প্রশাসক সম্মেলনে প্রশাসকদের সঙ্গে পানিসম্পদ মন্ত্রণালয়ের কর্ম-অধিবেশনে বক্তব্য দেন পানিসম্পদমন্ত্রী। সচিবালয়ে মন্ত্রিপরিষদের সম্মেলন কক্ষে এই অধিবেশন চলছে। সেখান থেকে বেরিয়ে মন্ত্রী গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।
এ সময় পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ জানান, মন্ত্রণালয়ের মোট বাজেটের অর্ধেকই আগামী বছর ড্রেজিংয়ের জন্য বরাদ্দ থাকবে। এই টাকা দিয়ে পানিপ্রবাহ বৃদ্ধির জন্য নদ-নদীগুলো ড্রেজিং করা হবে।
আনিসুল ইসলাম মাহমুদ জানান, জেলা প্রশাসকরা নদ-নদীগুলো ড্রেজিংয়ের কথা বলেছেন। তাঁরা বলেছেন, ড্রেজিং হলে নদীভাঙন কম হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন