আগাছার বিরুদ্ধে আমরা অভিযান শুরু করেছি: ওবায়দুল কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ বড় দল। বড় দলে সুবিধাভোগী, আগাছা পরগাছা ঢুকতে পারে। এসব আগাছার বিরুদ্ধে আমরা অভিযান শুরু করেছি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের পর অনুসন্ধান করা হচ্ছে কাদের অপকর্মের কারণে সরকার ও দলের ভবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তাদের বিরুদ্ধে পর্যায়ক্রমে দলের ভেতরে শুদ্ধি অভিযান পরিচালনা করা হবে।
শুক্রবার নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রভাকরদী সেতু উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, অপকর্ম করে যারা দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে, তাদের ব্যাপারে সরকারের কোন ছাড় নেই। প্রধানমন্ত্রী ছাত্রলীগের শোক সভায় স্পষ্ট বলেছেন, সব আগাছা পরগাছা মুক্ত করতে। প্রধানমন্ত্রীর এ বক্তব্যের পর এ্যাকশনের সূচনা শুরু হয়েছে। তার এই বক্তব্যের মধ্য দিয়ে অপকর্মের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স ঘোষণা করা হয়েছে।
পরে মন্ত্রী এম বদরুজ্জামান খসরু হাইস্কুল মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহজালালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এমএ রশিদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রফিক কোতোয়াল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিয়া আলাউদ্দিন প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন