আগামীকাল অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ: দেখে নিন টাইগার দলের সম্ভাব্য সেরা একাদশ

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৫ জুন (সোমবার) পরস্পরের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন্স অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় দুপুর ১.৩০ মিনিটে এবং বাংলাদেশ সময় ৬.৩০ মিনিটে। হাই ভোল্টেজ ম্যাচটির ভেন্যু ওভাল। ম্যাচকে সামনে রেখে ইতোমধ্যে প্রস্তুতি সেরেছে দুই দল।
এবারের আসরে বাংলাদেশ বা অস্ট্রেলিয়া কোনো দলই এখনও জয় তুলে নিতে পারেনি। সেমিফাইনাল নিশ্চিত করতে দুই দলেরই তাই এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই। ১ জুন টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে পরাজিত হয়। অন্যদিকে বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হয়ে যাওয়ার নিউজিল্যান্ডের সাথে পয়েন্ট ভাগাভাগি করতে হয় ফেভারিট অস্ট্রেলিয়াকে।
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক, মাছরাঙা টেলিভিশন, গাজী টেলিভিশন ও চ্যানেল নাইন।
বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ তামিম ইকবাল, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাব্বির রহমান, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন