আগামীকাল ইসিতে আসছে বিধিমালা
আসন্ন পৌর সভা নির্বাচনের বিধিমাল কাল রোববার নির্বাচন কমিশনে পাঠাবে আইন মন্ত্রনালয়। আইন মন্ত্রনালয় সূত্রে এ তথ্য জানা যায়। সূত্র জানায়, পৌর নির্বাচনের আচরণ বিধি নিয়ে আইন মন্ত্রনালয় ও ইসির মধ্যে এমপি-মন্ত্রীদের প্রচরণা নিয়ে যে মতপার্থক্য ছিল তার নিস্পত্তি হয়েছে।
পৌর নির্বাচনে সরকারি কর্মকর্তা কর্মচারী এমপি-মন্ত্রী প্রচারনার সুযোগ রেখে বিধিমালায় যে প্রস্তাব রেখেছিল ইসি, তা বাদ দিয়েছে আইন মন্ত্রনালয় । তাই আগের মত পৌর নির্চাবাচনে সরকারি কর্মকর্তারা প্রচারনা চালাতে পারবেনা।
এদিকে পৌরসভা সাধারণ নির্বাচনকে সামনে রেখে ২৫ নভেম্বরের মধ্যে সম্ভাব্য ভোটকেন্দ্রে তালিকা পাঠাতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচন বিধিমালা অনুযায়ী, ভোটের দিনের অন্তত ২৫ দিন আগে চূড়ান্ত ভোটকেন্দ্র তালিকা সরকারি গেজেটে প্রকাশ করতে হবে।
ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা অনুযায়ী, সম্ভাব্য ভোটকেন্দ্রের তালিকা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার নোটিশ বোর্ডে জনগণের পরিদর্শনের সুবিধার্ধে টাঙ্গানো হবে। কারো কোনো অভিযোগ-আপত্তি থাকলে তা পরীক্ষা নিরীক্ষা ও সরেজমিন যাচাই করে সংশোধনের সুযোগ রয়েছে। ডিসেম্বরের শেষদিকে এবার পৌরসভার ভোট করার কথা রয়েছে। এ লক্ষ্যে চলতি মাসের ১৭ থেকে ২০ তারিখে তফসিল ঘোষণা করবে ইসি।
ইসি সচিব মো. সিরাজুল ইসলাম বলেন, “একদিনেই নির্বাচন উপযোগী সব পৌরসভার ভোট করার পরিকল্পনা রয়েছে। দলীয়ভাবে প্রথম স্থানীয় সরকারের ভোট হওয়ায় একাধিক দিনে করলে ভোটের প্রভাব পড়তে পারে।”
দেশের তিন শতাধিক পৌরসভার মধ্যে দুইশ’ ৪০টির বেশি পৌরসভায় ভোট করার প্রস্তুতি চলছে ইসিতে। নির্বাচন বিধিমালা ও আচরণ বিধিমালার সংশোধী গেজেট আকারে জারির পর তফসিল নিয়ে কমিশন বৈঠকে বসবে।
প্রাথমিক বিদ্যালয়ে সমাপনী পরীক্ষাকালীন ভোটার তালিকা হালনাগাদের দ্বিতীয় স্তরের নিবন্ধন কাজ স্থগিত রাখতে বলেছে ইসি। ইসির জ্যেষ্ঠ সহকারি সচিব মাহফুজা আক্তার এ সংক্রান্ত চিঠি থানা নির্বাচন কর্মকর্তাদের পাঠিয়েছেন।
এতে বলা হয়েছে, পরীক্ষাকালীন ২২ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত ভোটার তালিকার দ্বিতীয় স্তরের নিবন্ধন কাজ স্থগিত রাখতে হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
উপদেষ্টা মাহফুজ: সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করুন
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন,“গণ-অভ্যুত্থান ও বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থেবিস্তারিত পড়ুন
বড় ব্যবধানে অ্যান্টিগা টেস্টে হারলো বাংলাদেশ
চতুর্থ দিনেই অ্যান্টিগা টেস্টের ফল কোন দিকে গড়াচ্ছে, তা নির্ধারণবিস্তারিত পড়ুন
কিশোরগঞ্জে মা-বাবা ও ২ সন্তানের মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় একই পরিবারের চার জনের মরদেহ উদ্ধার করেছেবিস্তারিত পড়ুন