আগামীকাল থেকে সির্টিং সার্ভিস বন্ধ: সর্বনিম্ন ভাড়া ৭ টাকা

রাজধানীতে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে আজ রবিবার থেকে গণপরিবহনে সিটিং সার্ভিস, গেটলক ও স্পেশাল বন্ধ হচ্ছে। গণ পরিবহনের সর্বনিম্ন ভাড়া ৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
শনিবার (১৫ এপ্রিল) বিকালে রাজধানীর তেজগাঁওয়ে পরিবহন মালিকপক্ষ ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মধ্যকার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকৈ সিন্ধান্ত হয়, নগর পরিবহনের বাসগুলো বিআরটিএর নির্ধারিত স্টপসে যাত্রী নিতে ও নামাতে পারবে। বিআরটিএর নির্ধারিত ভাড়ায়।
তবে শীততাপ নিয়ন্ত্রিত বাস মালিকেরা তাদের নির্ধারিত ভাড়া নিতে পারবে। দাঁড়িয়েও যাত্রী নিতে পারবে নগর পরিবহনের বাসগুলো।
এদিকে, রবিবার সকাল সকাল আটায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তেজগাঁও সাতরাস্তা মোড়ে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের আ্যঙ্গেল, হুক বিরোধী অভিযান শুরু করবেন।
অপরদিকে সিটিং সার্ভিস বন্ধে বেলা ১১টায় রাজধানীর আসাদগেট থেকে অভিযান শুরু হবে অভিযান। সেখানে উপস্থিত থাকবেন বিআরটিএ চেয়ারম্যান মশিয়ার রহমান ও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন