আগামীকাল থেকে সির্টিং সার্ভিস বন্ধ: সর্বনিম্ন ভাড়া ৭ টাকা

রাজধানীতে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে আজ রবিবার থেকে গণপরিবহনে সিটিং সার্ভিস, গেটলক ও স্পেশাল বন্ধ হচ্ছে। গণ পরিবহনের সর্বনিম্ন ভাড়া ৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
শনিবার (১৫ এপ্রিল) বিকালে রাজধানীর তেজগাঁওয়ে পরিবহন মালিকপক্ষ ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মধ্যকার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকৈ সিন্ধান্ত হয়, নগর পরিবহনের বাসগুলো বিআরটিএর নির্ধারিত স্টপসে যাত্রী নিতে ও নামাতে পারবে। বিআরটিএর নির্ধারিত ভাড়ায়।
তবে শীততাপ নিয়ন্ত্রিত বাস মালিকেরা তাদের নির্ধারিত ভাড়া নিতে পারবে। দাঁড়িয়েও যাত্রী নিতে পারবে নগর পরিবহনের বাসগুলো।
এদিকে, রবিবার সকাল সকাল আটায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তেজগাঁও সাতরাস্তা মোড়ে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের আ্যঙ্গেল, হুক বিরোধী অভিযান শুরু করবেন।
অপরদিকে সিটিং সার্ভিস বন্ধে বেলা ১১টায় রাজধানীর আসাদগেট থেকে অভিযান শুরু হবে অভিযান। সেখানে উপস্থিত থাকবেন বিআরটিএ চেয়ারম্যান মশিয়ার রহমান ও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।
এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন