আগামীকাল দেশে ফেরা হচ্ছে না মোস্তাফিজের

গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিলো আগামীকাল মঙ্গলবার ভারত থেকে দেশে ফিরে বুধবার দলের সঙ্গে ইংল্যান্ড যাবেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। কিন্তু না। আপাতত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে ভারতেই থাকছেন মোস্তাফিজ।
জানা গেছে, আগামী ৩ মে দেশে ফিরবেন তিনি। দেশে ফিরে আগামী ৪ মে ইংল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দিবেন মোস্তাফিজ। তিনি একা নন। তার সঙ্গে যাবেন সাকিব আল হাসানও। আইপিএল খেলতে ভারতে থাকা সাকিব আল হাসান দেশে ফিরবেন আগামী ৪ মে। দেশে ফেরার কয়েক ঘণ্টার ব্যবধানেই তাকে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওয়ানা দিতে হবে।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলে সেখান থেকেই কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলতে সরাসরি ভারতে চলে যান সাকিব আল হাসান। আর সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএলে খেলতে আগামী ১১ এপ্রিল ভারতে যান মোস্তাফিজুর রহমান। দুইজনই এখন পর্যন্ত একটি করে ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন