আগামীকাল বড় পর্দায় চাষী নজরুলের শেষ ছবি
প্রয়াত বিখ্যাত চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম পরিচালিত শেষ ছবি ‘অন্তরঙ্গ’ আগামীকাল শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে। এতে ইমনের বিপরীতে রয়েছেন নবাগত নায়িকা আলিশা। মুক্তির আগমুহূর্তে ছবির নায়ক ইমন শ্রদ্ধা নিয়ে স্মরণ করছেন চাষী নজরুল ইসলামের কথা।
ইমন বলেন, “বাণিজ্যিক ছবি মানেই বিদেশি গল্পের নকল নয়, আমাদের গল্প নিয়েও দারুণ বাণিজ্যিক ছবি হতে পারে। সাহিত্যনির্ভর ছবি ‘দেবদাস’-এর পর অ্যাকশন ছবি ‘দাঙ্গা ফ্যাসাদ’, আমাদের মুক্তিযুদ্ধের ছবি ‘ওরা ১১ জন’—এ ছবিগুলোতে চাষী ভাই দেখিয়েছেন, তিনি সব ধারাতেই সফল। আসলে তিনি নিজেই একটা ধারা। তাঁর এই শেষ ছবি ‘অন্তরঙ্গ’ পূর্ণাঙ্গ বাণিজ্যিক এবং আধুনিক সময়ের একটি ছবি। বর্তমানে আমাদের সিনেমায় অস্থির যে সময়টা পার হচ্ছে, সেটাকে স্থির একটা অবস্থানে আনতে ভূমিকা রাখবে এই ছবি।”
চিত্রনায়ক ইমন আরো বলেন, ‘আলিশার সঙ্গে আমি এর আগে ইউরোকোলার একটি বিজ্ঞাপনে কাজ করেছি। আর চলচ্চিত্রে কাজ করতে গিয়ে তাঁকে কখনো আমার নতুন মনে হয়নি। আমাদের রসায়ন অনেক ভালো ছিল, যেটা দর্শক পর্দায় দেখতে পাবে। আমাদের ছবির গানগুলোও অনেক ভালো হয়েছে। কোরিওগ্রাফি অনেক ভালো হয়েছে। সুন্দর লোকেশন, ভালো মেকিং; আমরাও আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি ভালো কাজ করতে। সবচেয়ে বড় বিষয়, চাষী নজরুল ইসলাম স্যারের শেষ ছবি। যেহেতু তাঁর প্রতিটি ছবিই দর্শক হদয় তুষ্ট করেছে, এই ছবিও দর্শকের ভালো লাগবে।’
কোরবানির ঈদ উপলক্ষে ‘অন্তরঙ্গ’ ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু পরে তারিখ পরিবর্তন করে এই নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। ছবিটি প্রযোজনা করেছেন গিয়াস উদ্দিন মুরাদ ও হোসনা প্রধান।
এই সংক্রান্ত আরো সংবাদ
ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন
অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন
৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন