আগামীকাল সন্ধ্যায় বসবে তারার মেলা
আগামীকাল কাল সোমবার সন্ধ্যায় এফডিসিতে জমজমাট অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আমন্ত্রণ জানানো হয়েছে চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্টদের। জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে এফডিসির ঝরনা স্পটের সামনে তৈরি হয়েছে মঞ্চ। সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যায়। উপস্থাপনা করবেন রিয়াজ, আমিন খান ও নওশীন। বিভিন্ন পরিবেশনায় অংশ নেবেন মৌসুমী–অমিত হাসান, ওমর সানী–পিয়া, পরীমনি–রোশান, সায়মন–মাহী, বিপাশা–মিষ্টি, কাজী মারুফ–জান্নাতসহ আরও অনেকে। চলচ্চিত্রের গানে কণ্ঠ দেন, থাকবে এমন কয়েকজন সংগীতশিল্পীর গান। এভাবেই জানালেন এস এ হক অলীক। সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিকল্পনা করছেন তিনি।
৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস। এবার চলচ্চিত্র দিবসের স্লোগান ‘আমাদের চলচ্চিত্রকে ভালোবাসুন, প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখুন’। তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এবং চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) তত্ত্বাবধানে রাজধানীর বিএফডিসিতে দিনব্যাপী নানা আজেন করা হয়েছে। সকালে জাতীয় চলচ্চিত্র দিবস উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। শোভাযাত্রায় অংশ নেবেন চলচ্চিত্র জগতের কলাকুশলীরা। এবার জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন কমিটির চেয়ারম্যান অভিনেতা রাজ্জাক।
জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রবন্ধ পাঠ করবেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। আরও থাকছে স্মরণিকা প্রকাশ, টক শো, লাল গালিচা সংবর্ধনা, মেলা, স্থিরচিত্র প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী, পুতুল নাচ, নাগরদোলা, বায়োস্কোপ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৭ সালের এই দিনে তদানীন্তন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) গঠনের বিল উত্থাপন করেন। ২০১২ সাল থেকে এই দিনকে ‘জাতীয় চলচ্চিত্র দিবস’ হিসাবে উদ্যাপন করা হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন