আগামীকাল সাকিবদের প্রতিপক্ষ গুজরাট

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আগামীকালের একমাত্র ম্যাচে সুরেশ রায়নার দল গুজরাট লায়ন্সের বিরুদ্ধে মাঠে নামবে সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্স। কানপুরের গ্রীন পার্কে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।
গুজরাটের বিরুদ্ধে এর আগেরবারের দেখায় পাঁচ উইকেটে হেরেছিলো কলকাতা। সাকিব আল হাসান ওই ম্যাচে ৪৯ বল খেলে ৬৬ রান করে অপরাজিত ছিলেন।
১২ ম্যাচে সাত জয় নিয়ে পয়েন্ট টেবিলে এখন দ্বিতীয় অবস্থানে আছে কলকাতা। সমান সংখ্যক ম্যাচে সমান জয় নিয়ে পয়েন্ট টেবিলে চতুর্থ অবস্থানে আছে গুজরাট।
এই ম্যাচ যারা জিততে তারা শেষ চারে খেলার দৌঁড়ে অনেকটা এগিয়ে যাবে। যারা হারবে তাদেরও সুযোগ থাকবে। কারণ, ওই ম্যাচের পর উভয় দলই আরেকটি করে ম্যাচ পাবে।
কলকাতার হয়ে সাকিব আল হাসান এবারের আসরে এখন পর্যন্ত আট ম্যাচ খেলে ১০৪ রান করেছেন। আর বল হাতে নিয়েছেন চারটি উইকেট।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন