আগামীকাল সাকিব-মুস্তাফিজের অন্যরকম লড়াই
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ- আইপিএলে বাঁচা-মরার লড়াইয়ে রোববার মুস্তাফিজের সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্স।
ইতোমধ্যে শেষ চার নিশ্চিত করেছে নির্ভার হায়দরাবাদ।
তবে মুস্তাফিজদের বিপক্ষে হেরে গেলে শেষ চারে ওঠা নাও হতে পারে সাকিবদের।
তাই রোববারের লড়াইটা দুই টাইগার সদস্যের জন্য দুই রকম। একজনের টিকে থাকার লড়াই, আরেকজনের শীর্ষে থেকে শেষ চারে ওঠার লড়াই।
এখন পর্যন্ত হায়দরাবাদের সংগ্রহ ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট আর কলকাতার সংগ্রহ ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট। তবে দিল্লি ডেয়ারডেভিলস ও মুম্বাই ইন্ডিয়ান্স সমান পয়েন্ট নিয়ে কলকাতার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে।
এদিকে আবহাওয়া রিপোর্ট বলছে ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে সাকিব ও মুস্তাফিজদের মধ্যকার ম্যাচটি ভেস্তেও যেতে পারে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতাসহ পশ্চিমবঙ্গ রোয়ানুর প্রভাবে ঝড়ো-বাতাস ও প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একটা বলও মাঠে না গড়ানোর শংকা রয়েছে।
এ ম্যাচেও ইনজুরির কারণে খেলতে পারবেন না হায়দরাবাদের ভারতীয় পেসার আশিষ নেহরা। এতে মুস্তাফিজই ওয়ার্নারের বড় ভরসার নাম। আসরের প্রথম ম্যাচে জয়ের জন্য তার ওপর নির্ভর করবে অনেক কিছু।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন