আগামীকাল সাভারে ইউপির ভোট
ঢাকার উপকণ্ঠ সাভার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট গ্রহণ করা হবে আগামীকাল সোমবার।
চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী সোহেল রানা ও বিএনপির প্রার্থী গোলাম মোস্তফা লড়ছেন।
কাল সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। সাভার সদর ইউনিয়ন নয়টি ওয়ার্ড নিয়ে গঠিত।
সাভার উপজেলা নির্বাচন কর্মকর্তা মমিন মিয়া বলেন, সুষ্ঠু ভোট হওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। জাল ভোট ঠেকাতে ১৫টি ভোটকেন্দ্রের প্রতিটিতে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। এরই মধ্যে ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। এ ছাড়া স্থগিত হওয়া আশুলিয়ার ৫ নম্বর ওয়ার্ডের ইউপি নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে।
গত ৪ জুন সাভার উপজেলার ১২টি ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সীমানা-সংক্রান্ত জটিলতায় সদর ইউনিয়নের নির্বাচন বাকি ছিল।
সাভার সদর ইউনিয়নের চাঁপাইন এলাকার বাসিন্দা ইসমাইল হোসেন পৌরসভার সঙ্গে ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সীমানা-সংক্রান্ত জটিলতা নিয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত সাভার সদর ইউনিয়নের নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দেন। আদালতের এ নির্দেশের ফলে কমিশন নির্বাচন স্থগিতের ঘোষণা দেয়। এর পর সীমানা জটিলতা নিরসন হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন

ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন

সকাল থেকে ঢাকায় বৃষ্টি
ঢাকায় অফিস শুরুর ঠিক আগ মুহূর্তে নামা ঝুম বৃষ্টিতে নগরবাসীবিস্তারিত পড়ুন