আগামীকাল সারাদেশে গণজাগরন মঞ্চের বিক্ষোভ কমসূচী ঘোষণা
রাজধানীর লালমাটিয়ায় শুদ্ধস্বর প্রকাশনীর কার্যালয়ে প্রকাশক আহমেদুর রশীদ টুটুলসহ তিন লেখক-ব্লগারকে কুপিয়ে ও গুলি চালিয়ে হত্যার চেষ্টা এবং শাহবাগের আজিজ সুপার মার্কেটে ব্লগার অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশক ফয়সাল আরেফিন দিপনকে গলা কেটে হত্যার প্রতিবাদে আগামীকাল ঢাকাসহ সারাদেশ বিক্ষোভ কর্মসূচীর আয়োজন করেছে গণজাগরন মঞ্চ।
উল্লেখ্য আজ শনিবার রাজধানী ঢাকার আজিজ সুপার মার্কেটে সন্ধ্যা ৬ টায় প্রকাশক ফয়সাল আরেফিন দিপনকে গলা কেটে হত্যা করে দুবৃত্তরা এর আগে দুপুর আড়াইটার দিকে লালমাটিয়ার সি-ব্লকের ৮/১৩ নম্বর বাড়ির চতুর্থ তলায় শুদ্ধস্বর কার্যালয়ে ঢুকে ৩ জনকে কুপিয়ে আহত করে দুবৃত্তকারীরা। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে প্রকাশক টুটুলসহ আরো একজনের অবস্থা আশঙ্কাজনক। আহমেদুর রহমান টুটুল নিজেও একজন কবি। যিনি নিহত লেখক- ব্লগার অভিজিৎ রায়ের বন্ধু এবং বইয়ের প্রকাশক। অভিজিৎ হত্যার পর পরই আহমেদুর রশীদ টুটুলকে ফেসবুকে হত্যার হুমকি দেওয়া হয়েছিলো। বিষয়টি জানিয়ে মোহাম্মদপুর থানায় জিডি করেছিলেন তিনি।
দুর্বৃত্তদের হামলায় আহত অন্যরা হলেন লেখক, গবেষক ও ব্লগার সুদীপ কুমার ওরফে রণদীপম বসু ও তারেক রহিম। এদের মধ্যে তারেক রহিমের বাম পেটে গুলি লেগেছে এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য থেকে জানা যায়, দুর্বৃত্তরা শুদ্ধস্বর কার্যালয়ে ঢুকে ওই তিনজনকে এলোপাতারি কুপিয়ে এবং গুলি চালিয়ে আহত করে। এরপর আহতদের ভেতরে রেখেই ফ্লাটের বাইরে তালা লাগিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
এসময় ফ্ল্যাটের ভেতর থেকে একজন কর্মচারী চিৎকার করে পাশের ফ্লাটের লোকজনকে দরজাটি খুলতে বলেন। চিৎকার শুনে লোকজন দরজাটি খোলে। খবর পেয়ে পুলিশ আসলে আহতদের হাসপাতালে পাঠানো হয়।
দুর্বৃত্তদের হামলায় আহত সুদীপ কুমার ওরফে রণদীপম বসু জানান, ৩/৪ জন অস্ত্রধারী অতর্কিতে শুদ্ধস্বর কার্যালয়ে ঢুকে হামলা চালায়। হামলাকারীদের বয়স আনুমানিক ২০/২৫ বছর হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ঢাকার ট্রাফিক ব্যবস্থায় যুক্ত হবেন ৭০০ শিক্ষার্থী, পাবেন সম্মানী
রাজধানী ঢাকার ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে ও শৃঙ্খলা আনতে পুলিশের সঙ্গেবিস্তারিত পড়ুন
৮ জেলায় নতুন ডিসি নিয়োগ
দেশের ৮ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।বিস্তারিত পড়ুন
নুর: রাজনৈতিক দলের গোলামি করলে প্রজাতন্ত্রের চাকরি করতে পারবেন না
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, “যারা জনগণেরবিস্তারিত পড়ুন