আগামী দিনে আরো সমৃদ্ধ হবে বাংলাদেশ : শিল্পমন্ত্রী
“আগামী দিনে বাংলাদেশ আরো সমৃদ্ধ হবে। আজকে বাংলাদেশে সবকিছু আইনের মাধ্যমে পরিচালিত হচ্ছে। বিদেশে কিন্তু সবকিছু আইনের মাধ্যমে পরিচালিত হয় না। বিদেশি রাষ্ট্রগুলোকে যদি অনুকরণ ও অনুসরণ করা হয় তাহলেই বোঝা যাবে দেশ কটতা পিছিয়ে আছে। এসব কারণগুলো চিহ্নিত করেই সরকার নানা কর্মসূচি গ্রহণ করেছে। এগুলো সবাই মিলে বাস্তবায়ন করলেই দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।”
আজ শনিবার সকাল ১০টায় ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে সুধীজনদের সঙ্গে মতবিনিয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
মাদকের গ্রাস থেকে শিক্ষার্থী ও যুব সমাজকে মুক্ত হতে হবে মন্তব্য করে শিল্পমন্ত্রী বলেন, “বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ যুবসমাজ আজ ইয়াবায় আসক্ত হচ্ছে। বর্তমানে সংক্রামক ব্যাধির মতো মাদক ছড়িয়ে পড়েছে। অভিভাবকদের অসচেতনতাই এর জন্য দায়ী। সুস্থ ও নিরাপদ থাকতে হলে শিক্ষার্থী ও যুবসমাজকে মাদকের গ্রাস থেকে মুক্ত হতে হবে।”
ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক জাকির হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব রফিকুল ইসলাম, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, পৌরসভার মেয়র লিয়াকত আলী তালুকদার, জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি আবদুল মান্নান রসুল, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি চিত্ত রঞ্জন দত্ত, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, গণসাক্ষর অভিযানের উপকার্যক্রম ব্যবস্থাপক রাজশ্রী গাইন, অনুষ্ঠান সমন্বয়কারী হেমায়েত উদ্দিন হিমু প্রমুখ।
ঝালকাঠির সরকারি-বেসরকারি কর্মকর্তা ও স্থানীয় সুধীজন মতবিনিময় সভায় অংশ নেন। সবার জন্য শিক্ষা নিশ্চিতকরণে তথ্য অধিকার আইন বিষয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা স্পিড ট্রাস্ট ও গণসাক্ষরতা অভিযান এ মতবিনিয় সভার আয়োজন করে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন