মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘আগামী দুই বছরে বাংলাদেশ অনেক এগিয়ে যাবে’

১৪ মাস পর টেস্ট খেলতে নেমে ইংল্যান্ডের মত পরাশক্তিকে প্রথম টেস্টে প্রায় হারিয়েই দিয়েছিল। দ্বিতীয় টেস্টে তো পেলো অসাধারণ এক জয়। নিয়মিত টেস্ট খেলতে পারলে বাংলাদেশ আরও অনেক এগিয়ে যেতো বলে মনে করেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহীম।

ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পরই মুশফিক দাবি করেছিলেন, আরও বেশি বেশি টেস্ট খেলার সুযোগ দেয়া হোক বাংলাদেশকে। এবার ১৬ বছরে পূর্তির দিন মিডিয়ার সামনে আবারও বললেনস, বেশি বেশি টেস্ট খেলার সুযোগ দেয়া হোক। তাহলে, বাংলাদেশ প্রমাণ করে দিতে পারবে, তারাও বিশ্বের যে কোন প্রতিষ্ঠিত শক্তিকে হারানোর ক্ষমতা রাখে।

মুশফিকের প্রত্যাশা, নিয়মিত টেস্ট খেলতে পারলে এবং বেশি বেশি খেলার সুযোগ পেলে আগামী দু’বছরেই বাংলাদেশের টেস্ট দলের চেহারা বদলে যাবে। বাংলাদেশ টেস্ট ক্রিকেটে অনেক এগিয়ে যাবে বলে বিশ্বাস তার। আগামী বছর ৯ থেকে ১০টা টেস্ট খেলার সুযোগ আছে। মুশফিকের আশা, এই সুযোগটাই নিজেদের প্রমাণের জন্য কাজে লাগাতে হবে।

মুশফিকের কাছে জানতে চাওয়া হয়েছিল, ১৬ বছর পর এসে, ২০১৭ সালটাই কি আপনি মনে করেন মাইলস্টোন সেট করার সুযোগ? কিংবা টেস্ট ক্রিকেটে আরও সামনে এগিয়ে যাওয়ার সুযোগ?

জবাবে মুশফিক বলেন, ‘অবশ্যই। আপনি যত বেশি টেস্ট খেলবেন ততোবেশি ভাল করার সুযোগ থাকে। সেদিক থেকে বলব, গত ১০-১৫ বছর বাংলাদেশ তেমন বেশি টেস্ট খেলেনি। যে কারণে দক্ষতাসম্পন্ন যে সব খেলোয়াড় তৈরি হয়েছিল, তাদের পারফর্ম করার সুযোগ কম ছিল। যেমন দেখেন, আমাদের মুমিনুল। সে কিন্তু শুধু এই একটা ফরমেটেই খেলে। প্রায় এক-দেড় বছর পর হঠাৎ করে এসে টেস্ট খেলা তার জন্য অনেক কঠিন হবে।’

তবুও দলগতভাবে শুরুটা ভালো হয়েছে বলে মনে করেন মুশফিক। তিনি বলেন, ‘আমি বলব, দলগতভাবে আমাদের শুরুটা অন্তত ভাল হয়েছে। ২০১৭ সালটা অবশ্যই আমাদের জন্য চ্যালেঞ্জিং। কারণ, আর কোনো বছরে আমরা হয়তো ৯ থেকে ১০টা টেস্ট খেলিনি। এটাও আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। আমরা আশা করব এই চ্যালেঞ্জটা নিতে।’

নিজেদের অনেক কিছু প্রমাণ করার বাকি আছে। এ বিষয়টাকেই গুরুত্ব দিচ্ছেন মুশফিক। তিনি বলেন, ‘আমাদের আসলে এখনও প্রমাণ করার অনেক কিছু বাকি আছে যে, আমরা বাইরে গিয়ে কেমন খেলি। এজন্য আমাদেরকে, মানে অন্তত ব্যাটসম্যানদের অনেক দায়িত্ব নিতে হবে। আশা করব, নিউজিল্যান্ড সফর থেকেই আমরা যেন সেটা শুরু করতে পারি।’

টেস্ট অধিনায়ক হিসেবে ১৬ বছর পর দলকে দেখে আপনার সন্তুষ্টির জায়গা কোথায়? জানতে চাইলে মুশফিক বলেন, ‘গত কয়েক বছর ধরেই আমি অধিনায়কত্ব করছি। আমার সন্তুষ্টির জায়গা বলতে বলব যে, আমাদের দলে এখন পারফর্মারের সংখ্যা অনেক বেশি। এটা যে কোনো অধিনায়কের জন্যই অনেক বড় পাওয়া। কারণ, আপনার দলে যখন ৫-৬ জন বোলার থাকবে, আবার ৭-৮ জন ব্যাটসম্যান থাকবে সেটা অনেক বড় পাওয়া। সে ক্ষেত্রে বলব যে আমি অনেক ভাগ্যবান আল্লাহর রহমতে এখন অনেক ভাল পারফর্মার আছে।’

তবে শুধু পারফরমার থাকলেই চলবে না, তাদের পারফর্মও করতে হবে। তিনি বলেন, ‘দলে শুধু পারফর্মার থাকলে হবে না, তাদের পারফর্মেন্স করতে হবে। আশা করছি যে এতদিন তারা যেমন করেছে, অন্তত আগামী বছরেও সেটা করতে পারি আমরা টেস্টে ভাল করব। আগামী বছর টেস্টগুলোতে ভাল করতে পারলে, তাতে বিশ্বব্যাপিই অনেক নাম হয়ে যাবে। আশা করব এই ফোকাসটাই যেন সবার থাকে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন

রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির