আগামী নির্বাচনে চূড়ান্ত প্রমাণ পাবে বিএনপি

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘যখনই বিএনপি-জামায়ত ক্ষমতায় আসে তখনই অকারণে তাদের বুলেটে কৃষক ভাইয়ের বুকবিদ্ধ হয়। শ্রমিক ও মেহনতি মানুষের সামনে নেমে আসে অন্ধকার। কেন তা সবাই জানে। যে কারণে ইতোমধ্যে মানুষের ভালোবাসা থেকে তারা (বিএনপি-জামায়াত) বঞ্চিত হয়েছে। এর চূড়ান্ত প্রমাণ আগামী নির্বাচনে তারা পাবে।’
রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কৃষক লীগ আয়োজিত ‘কৃষক বাঁচাও-বাঁচাও দেশ, শেখ হাসিনা নির্দেশ’ শীর্ষক কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, ‘শেখ হাসিনার হাতে বাংলাদেশ থাকলে এ দেশের কৃষক সমাজ মায়ের কোলে থাকবে। তার দেশপ্রেম, দেশের মানুষের প্রতি ভালোবাসা এমনটাই আশ্বস্ত করেছে।’
কৃষকদের প্রতি আওয়ামী লীগের অঙ্গীকার অবিচল উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, ‘আমরা কৃষকদের জন্য কি করেছি তার প্রমাণ আওয়ামী লীগ-বিএনপি সরকারের ক্ষমতাকাল বিশ্লেষণ করলে পাওয়া যাবে। সারের দাম বৃদ্ধিসহ নানা রকম দুর্নীতি করে তারা (বিএনপি) কৃষকের নিরন্ন করেছে।’
তিনি আরো বলেন, ‘আমরা শেখ হাসিনার নেতৃত্বে প্রাকৃতিক দুর্যোগে কৃষকের পাশে থেকেছি। সবার আগে সেটাই বিবেচনা করেছি। কারণ অমারা জানি, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। সে ধারাবাহিকতা অব্যাহত রেখেই ২০১৯ সালের মধ্যে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করবো।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘এদেশের প্রায় সত্তর ভাগ মানুষ কৃষিজীবী। বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতি সব কিছু নির্ধারিত হয় এ কৃষি দ্বারা। তাই কৃষকের মূল্য আমরা বুঝি।’
তিনি আরো বলেন, ‘বিএনপি সরকার কৃষকদের জন্য কিছু করেনি বরং সারের দাম বৃদ্ধিসহ নানা দুর্নীতি করে কৃষকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে। আমরা তা থেকে উন্নত অবস্থায় এনেছি। বিশ্বাস করি এই সরকার কৃষকদের সার্বিক উন্নয়নে অংশগ্রহণ নিশ্চিত করে একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করে যাবে।’
অনুষ্ঠানের আয়োজক সংগঠনের সভাপতি মো. মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন