বুধবার, এপ্রিল ২৩, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আগামী ফেব্রুয়ারিতে হতে পারে ডাকসু নির্বাচন

ছয় বছর বিরতি দিয়ে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। অন্তর্বর্তীকালীন সরকারের “গ্রিন সিগন্যাল” পাওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামী জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির শুরুতে নির্বাচনের প্রস্তুতি নেওয়া শুরু করেছে। সর্বশেষ ২০১৯ সালে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়, যেটি দীর্ঘ ২৯ বছর পর অনুষ্ঠিত হয়েছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ সংবাদমাধ্যম ডেইলি স্টারকে বলেছেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে চায় এবং জানুয়ারির শেষে অথবা ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন আয়োজন করতে চায়।”

তিনি জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান সম্প্রতি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। সরকার প্রধান ডাকসু নির্বাচন আয়োজনের জন্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

অধ্যাপক সাইফুদ্দিন বলেন, “ডাকসু নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ছাত্রদের মধ্যে যোগাযোগের সেতু হিসেবে কাজ করবে ডাকসু।”

তিনি আরও বলেন, “যদি ছাত্রদের জন্য কোনো আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম না থাকে, তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাকে সঙ্গে নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে? একটি সাধারণ প্ল্যাটফর্ম থাকা জরুরি।”

ইতোমধ্যে ডাকসু নির্বাচন আয়োজনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি কমিটি গঠন করেছে।

কমিটির সদস্য অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেছেন, “আমরা আলোচনা করছি কীভাবে নির্বাচন আয়োজন করা হবে এবং এর জন্য কি কি চ্যালেঞ্জ হতে পারে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক সায়েমা হক বিপদিশা বলেছেন, “কমিটি গঠন এবং প্রশাসনিক ও সাংগঠনিক প্রস্তুতি নেয়ার ক্ষেত্রে কিছুটা সময় লেগেছে। কমিটি তাদের পরামর্শ প্রস্তুত করেছে। আমরা আশা করছি তারা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের সুনির্দিষ্ট সুপারিশ দেবে।”

এদিকে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রসংগঠনগুলোর মধ্যে দ্বিধাদ্বন্দ্ব দেখা যাচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা গত বুধবার ২৯টি ছাত্র সংগঠনের সঙ্গে আলোচনা সভা করেছেন। তারা আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে ডাকসু নির্বাচন আয়োজনের জন্য ঐক্যমতে পৌঁছেছেন বলে জানা গেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “আমরা একমত হয়েছি যে জানুয়ারির শেষ অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে সমস্ত বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্র সংসদ নির্বাচনের ব্যাপারে। যার মধ্যে ডাকসু নির্বাচনও অন্তর্ভুক্ত।

তবে, বিএনপি’র ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল মনে করে, ডাকসু ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন তাড়াহুড়ো করে আয়োজন করা উচিত হবে না।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, “ছাত্র সংসদ নির্বাচন অবশ্যই হতে হবে, তবে তাড়াহুড়ো করে নয়। ছাত্র সংগঠনগুলোকে প্রথমে ছাত্রবান্ধব হিসেবে গড়ে তুলতে হবে।”

তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর ছাত্র সংগঠনগুলো আবারও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হতে শুরু করেছে। শিক্ষার্থীদের মাঝে যে ছাত্র রাজনীতির প্রতি নেতিবাচক ধারণা তা আগে দূর করতে হবে।”

ডাকসু নির্বাচনের আগে এর গঠনতন্ত্রের পরিবর্তন আনার দাবি জানিয়েছে সাতটি বামপন্থী ছাত্র সংগঠনের জোট “গণতান্ত্রিক ছাত্রজোট”।

গণতান্ত্রিক ছাত্রজোটের সমন্বায়ক রফিকুজ্জামান ফারিদ বলেছেন, “ডাকসুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অযাচিত ক্ষমতা দেয়া হয়েছে, যা একটি অগণতান্ত্রিক ব্যবস্থা। নির্বাচনের আগে এই অগণতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তন করা প্রয়োজন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা

ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা সেই বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুর
  • দেশে ফিরেছেন মুহাম্মদ ইউনূস
  • মিরপুরে ঝগড়ার জেরে ‘সাততলা থেকে ফেলে’ যুবককে হত্যার অভিযোগ
  • ‘হলে থাকতেন-টিউশনি করতেন, এখন পাঁচ-ছয় কোটি টাকার গাড়িতে চড়েন’
  • শুক্রবার বৈঠকে বসছেন ইউনূস-মোদি
  • এসএসসি পেছানোর দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি, যা বলছে শিক্ষা বোর্ড
  • মব-নারীবিদ্বেষ-তৌহিদি জনতা: দেশে চরমপন্থা বিকাশের সুযোগ সত্যি নাকি বিভ্রান্তি?
  • নাহিদ: আওয়ামী দুঃশাসনের ভুক্তভোগীদের কাছে ৫ আগস্ট অবশ্যই দ্বিতীয় স্বাধীনতা
  • দেশে গ্যাস অনুসন্ধানে মস্কোর সহযোগিতা চায় ঢাকা
  • ঈদের চাঁদ দেখা নিয়ে যে আহ্বান জানালো সৌদি আরব
  • ৬ ডলারে নামছে না রোহিঙ্গাদের খাদ্য সহায়তা, কমছে ৫০ সেন্ট
  • আরও একমাস বাড়লো পাঁচটি সংস্কার কমিশনের মেয়াদ