আগামী বছর সরকারি ছুটি ২২ দিন, চুড়ান্ত করেছে মন্ত্রিসভায়

আগামী বছর ২০১৬ সালের জন্য ২২ দিনের সরকারি ছুটির তালিকা চুড়ান্ত করেছে মন্ত্রিসভা। এর মধ্যে সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী ছুটি ৮ দিন চূড়ান্ত করা হয়েছে। এ ছাড়াও পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের (নৃ-গোষ্ঠির) জন্য দু দিনের ঐচ্ছিক ছুটি অনুমোদন দেওয়া হয়েছে।
সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
সচিব বলেন, সাধারণ ছুটি রয়েছে ১৪ দিন। এর মধ্যে চারদিন রয়েছে শুক্র ও শনিবার। এ ছাড়া নববর্ষসহ নির্বাহী আদেশে আরো ৮ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে। পাশপাশি পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের জন্য দুটি অনেুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়াও সরকারি কর্মকর্তারা ধর্মীয় অনুষ্ঠানের সময়ে ৩ দিন ঐচ্ছিক ছুটি নিতে পারবেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন