আগামী ২০ জুন সরকারি চাকরিজীবীদের বেতন ও ঈদ বোনাস
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি, অধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত নন-গেজেটেড কর্মচারী ও সামরিক বাহিনীর নন-কমিশন্ড অফিসার/কর্মচারীদের জুন মাসের বেতন-ভাতাদি এবং দেশের সব অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জুন মাসের পেনশনের টাকা ২০ জুন পরিশোধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগ থেকে এ প্রসঙ্গে একটি অফিস আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, সরকারি বর্ষপঞ্জি ২০১৭ অনুযায়ী চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ জুন পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে বিধায় সরকার এ মর্মে সিদ্ধান্ত নিয়েছে যে, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সব নন-গেজেটেড কর্মচারী ও সামরিক বাহিনীর নন-কমিশন্ড অফিসার/কর্মচারীদের জুন মাসের বেতন-ভাতাদি এবং দেশের সব অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জুন মাসের পেনশনের টাকা ২০ জুন দেয়া হবে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হিসাব মহা-নিয়ন্ত্রক এবং কন্ট্রোলার জেনারেল অব ডিফেন্স ফাইন্যান্সকে চিঠি দেয়া হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন
৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন
নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন













