আগামী ২৬ মার্চ থেকে স্মার্টকার্ড পাবে নাগরিকরা
নির্দিষ্ট সময়ে নাগরিকদের হাতে স্মার্টকার্ড তুলে দিতে না পারলেও ২০১৬ সালের ২৬ মার্চ থেকে প্রথমিক ভাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নাগরিকদের স্মার্টকার্ড দেওয়া শুরু করবে নির্বাচন কমিশন ইসি। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ মঙ্গলবার শেরবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের সাথে ইসির আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আলোচনা সভায ইসির চার নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক, আবু হাফিজ, জাবেদ আলী, মো. শাহনেওয়াজ ও ইসি সচিব মো. সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, প্রথমে ঢাকা উত্তর সিটির পর ঢাকা দক্ষিণ সিটিতে স্মার্টকার্ড বিতরণ করা হবে। এরপর জাতীয় সংসদের সংসদীয় আসন ঠাকুরগাঁও ১ আসন থেকে ৩০০ পর্যন্ত পর্যায়ক্রমে সারাদেশে স্মার্টকার্ড বিতরণ করা হবে।
ইসির উপ সচিব মোঃ বদুল অদুদ জানান, প্রথম ধাপে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ও ৩৬ জন সাধারণ কাউন্সিলর ও ১২ জন সংরক্ষিত কাউন্সিলরদের নিয়ে সভা হয়েচ্ছে। পরে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলরদের নিয়ে আলোচনা হবে।
আজকের আলোচনা সভায, স্মার্টকার্ড বিতরণ ছাড়াও ভোটার তালিকা হালনাগাদ কার্যলক্রমে মৃত ভোটারের নাম কর্তন, মৃত্যু রেজিস্টার হালনাগাদ করা, শশ্মান ও গোরস্থানের মৃতদের তালিকা সংগ্রহ করার বিষয়ে জনপ্রতিনিধিদের সহায়তা চাওয়া হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন