আগুনে ঝলসানো তরুণীর পরিচয় মিলেছে, স্বামী আটক
নাটোরের সিংড়ায় আগুনে ঝলসানো তরুণীর পরিচয় পাওয়া গেছে। নিহত ওই তরুণী লালমনিরহাট জেলার মোস্তফি (ধুমের কুঠি) গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে রেজেনা পারভীন রুপালী (২২)।
এদিকে সোমবার নিহত ওই তরুণীর স্বামী শাহমিম হোসেনকে (২৭) ফুলবাড়ী এলাকা থেকে আটক করেছে সিংড়া থানা পুলিশ।
সিংড়া থানার এস আই দেবব্রত দাস জানান, নিহত রেজেনা পারভীন রুপালী বগুড়া মেরিস্টোপ ক্লিনিকে নার্সের চাকরি করতেন। এই সুবাদে ফুলবাড়ী এলাকার যুবক শাহমিমের সঙ্গে তার পরিচয় হয়। তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্কও গড়ে উঠে। ২০১৪ সালে তারা বিয়ে করেন। এর কিছুদিন পর বিবাহ বিচ্ছেদ ঘটে। পরে আবার তারা দ্বিতীয়বারের মতো বিয়ে করেন।
কিন্তু তাদের সংসারে মন-মালিন্য ও দ্বন্দ্ব চলতেই থাকে। এ অবস্থায় গত বৃহস্পতিবার রুপালী বগুড়া থেকে নিখোঁজ হন। রোববার নাটোর-বগুড়া মহাসড়কের বাঁশের ব্রিজের ভাদিগাড়ী এলাকার একটি ধানের জমি থেকে অজ্ঞাত তরুণীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার করা হয়।
পরে বিভিন্ন থানার মেসেজ ও মিডিয়ার খবরে লালমনিরহাট জেলার মোস্তফি (ধুমের কুঠি) গ্রামের আব্দুর রাজ্জাক ওই অজ্ঞাত তরুণীকে নিজের মেয়ে বলে নিশ্চিত করেন। এ ঘটনায় রোববার রাতেই সিংড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন তিনি।
সিংড়া থানার ওসি নাসির উদ্দিন মন্ডল জানান, হত্যাকাণ্ডের দায়ে নিহতের স্বামীকে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ধারণা করা হচ্ছে, স্বামী শাহমিম হোসেনই তাকে হত্যার পর পরিচয় গোপন করতে তার লাশ আগুন দিয়ে ঝলসে দিয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নাটোরে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
জেলার গুরুদাসপুরে পুকুরের পানিতে ডুবে দুই পরিবারের চার শিশুর মৃত্যুবিস্তারিত পড়ুন
নাটোরে বিয়ের ঘটকালী করতে গিয়ে ধর্ষণের শিকার নারী
নাটোরের গুরুদাসপুর উপজেলায় বিয়ের ঘটকালী করতে গিয়ে এক নারী ঘটকবিস্তারিত পড়ুন
নাটোরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
আজ সোমবার নাটোরের লালপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবাবিস্তারিত পড়ুন