আগুনে বাবার মৃত্যু : ছেলেকে আসামি করে মামলা
ফরিদপুরে ছেলের দেওয়া আগুনে দগ্ধ এ টি এম রফিকুল হুদার মৃত্যুর ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৯টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে রফিকুলের মৃত্যু হয়।
তার পরই বিকেলে নিহতের ভগ্নিপতি আসলাম উদ্দিন বাদী হয়ে রফিকুলের ছেলে মুগ্ধকে একমাত্র আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন।
এ টি এম রফিকুল হুদা সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদার ছোট ভাই।
বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল জানান, রফিকুল ছয়দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ সকালে মারা গেছেন। তাঁর শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল।
রফিকুল হুদার ভাগ্নে নির্ঝর জানান, তাঁর মামা রফিকুলের দাফনের বিষয়ে তাঁর বড় মামা এ টি এম শামসুল হুদা সিদ্ধান্ত নেবেন। এরপর বলা যাবে, ঢাকা না ফরিদপুরে তাঁর লাশ দাফন করা হবে।
রফিকুল আলমের ভগ্নিপতি আকরাম উদ্দিন আহমেদ জানান, এ বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয় পিন্টুর ছেলে মুগ্ধ (১৭)। গত ১৫ সেপ্টেম্বর সে তাঁর বাবার কাছে একটি মোটরসাইকেল কিনে দেওয়ার বায়না ধরে। কিন্তু রফিকুল ছেলেকে মোটরসাইকেল কিনে দিতে অস্বীকৃতি জানান।
এই ক্ষোভে মুগ্ধ বাড়িঘর ভাঙচুর করে। একপর্যায়ে সে হাতের কাছে থাকা পেট্রলের বোতল থেকে পেট্রল ঢেলে তাতে আগুন ধরিয়ে দেয়। এতে রফিকুলের শরীরের ওপরের অংশের চামড়া পুড়ে যায়। পরে আহতাবস্থায় তাঁকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর পরই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফরিদপুরে সাত বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষণকারী আটক
ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গজারিয়া বাজার এলাকায় সাত বছরেরবিস্তারিত পড়ুন
ফরিদপুরে প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে দলবেঁধে ধর্ষণ, গ্রেপ্তার ২
ফরিদপুরে প্রেমের ফাঁদে ফেলে নবম শ্রেণির এক ছাত্রীকে দলবেঁধে ধর্ষণেরবিস্তারিত পড়ুন
নদীতে ডুবে প্রাণ গেল চার শিশুর
ফরিদপুরের নগরকান্দায় কুমার নদে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজবিস্তারিত পড়ুন