আগুনে লাইব্রেরি পুড়ে ছাই, অক্ষত কোরআন শরিফ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে একটি মার্কেটে আগুন লেগে ২০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
এসময় একটি বইয়ের লাইব্রেরিতে আগুনে সব বই পুড়ে ছাই হয়ে গেলেও লাইব্রেরিতে থাকা বেশ কয়েকটি কোরআন শরিফ অক্ষত রয়েছে।
বুধবার সকাল ৭টার দিকে উপজেলা সদরে এই ঘটনা ঘটে।
আগুনের এ ঘটনায় প্রায় অর্ধকোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
আশরাফুল, হারুন অর রশিদসহ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, বুধবার সকাল ৭টার দিকে তারা দেখতে পান একটি কাপড়ের ও বীজের দোকানের উপর দিয়ে আগুনের ধোঁয়া উঠছে। তাদের চিৎকারে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা চালায়।
এসময় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ২০টি দোকান-ঘর পুড়ে যায়। আগুনে পুড়ে গেছে প্রায় অর্ধকোটি টাকার মালামাল।
এদিকে এ আগুনের ঘটনায় বাজারের তামিম লাইব্রেরিতে থাকা কয়েকশ’ বই পুড়ে গেলেও লাইব্রেরিতে থাকা বেশ কয়েকটি কোরআন শরিফ পোড়েনি।
কোরআন শরিফের চারদিকে কিছুটা ক্ষতি হলেও পুরো কোরআন শরিফের অক্ষরগুলো অক্ষত থেকে যায়।
এ নিয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান ওবিস্তারিত পড়ুন

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন