‘আগের প্রক্রিয়ার সঙ্গে বর্তমান প্রস্তাবনার পার্থক্য নেই’

২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের আগে আলাপ-আলোচনার মাধ্যমে যে প্রক্রিয়ায় নির্বাচন কমিশন (ইসি) গঠিত হয়েছিল এবং এ বিষয়ে বিএনপির বর্তমান প্রস্তাবনার মধ্যে খুব বেশি দূরত্ব (পার্থক্য) নাই বলে মন্তব্য করেছেন আইন মন্ত্রী আনিসুল হক।
সচিবালয়ে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে খুলনা ও বাগেরহাট আইনজীবী সমিতির নেতাদের কাছে স্ব স্ব জেলায় বার ভবন নির্মাণে প্রধানমন্ত্রী প্রতিশ্রুত টাকার চেক হস্তান্তর শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
আইনমন্ত্রী বলেন-নির্বাচন কমিশন পুনঃগঠন নিয়ে আলোচনা হচ্ছে। এটা শুধু আইন মন্ত্রণালয়ের বিষয় নয়, সারাদেশের মানুষের বিষয়। ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আগে অনেক আলাপ-আলোচনা করে ইসি গঠন করা হয়েছিল। তারা অত্যন্ত সুচারুভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তখন যে প্রক্রিয়ায় ইসি গঠন হয়েছে এবং এখন এ ব্যাপারে যেসব প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে তার মধ্যে খুব বেশি দূরত্ব আমি কিন্তু পাইনি। এরপরও তারা (বিএনপি) যেহেতু মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন, যাক। এরপর দেখা যাবে।
ধর্মীয় সংখ্যালঘু সুরক্ষায় আইন প্রণয়নের কাজ চলছে বলে আরেক প্রশ্নের জবাবে জানান আনিসুল হক।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবের আগে প্রধানমন্ত্রী প্রতিশ্রুত খুলনা বার ভবন নির্মাণে খুলনা আইনজীবী সমিতিকে ১১ লাখ ৪২ হাজার টাকা এবং বাগেরহাট জেলা বার ভবন নির্মাণ ৪ কোটি ৪৪ লাখ টাকা বরাদ্দের চেক সমিতির নেতাদের কাছে হস্তান্তর করেন। এ সময় বাগেরহাট জেলা বারের পক্ষে সমিতির সাবেক সাধারণ সম্পাদক হাওলাদার ওজিউর রহমানের নেতৃত্বে ৭ জন এবং খুলনা বারের সাধারণ সম্পাদক কেএম ইকবাল হোসেনের নেতৃত্বে সমিতির কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন