আগ্নেয়গিরির ফুটন্ত লাভায় সার্ফ করলেন এই তরুণী। ভিডিও..

অ্যাডভেঞ্চারের সংজ্ঞা ক্রমেই বদলে যায়। কেউ যদি ভেলায় চড়ে আটলান্টিক পেরতে চান, তো কেউ হাঙরের ঢেউয়ে লুটোপুটি খেতে খেতে সেলফি তোলেন। মার্কিনি অ্যাডভেঞ্চারার অ্যালিসন টিলের কাছে এ সবই পরশুরামের ভাষায় ‘তুশ্চু’। ‘মেয়ে ইন্ডিয়ানা জোনস’ নামে পরিচিত অ্যালিসন তাঁর টিভি শো ‘অ্যালিসনস অ্যাডভেঞ্চার’-এর দৌলতে আজ তুমুল জনপ্রিয়। উত্তাল ঢেউয়ে সার্ফিং অথবা কুখ্যাত ভুতুড়ে লগ কেবিনে রাত্রিযাপন— অ্যালিসন জানেন কীভাবে ঢুকে পড়তে হয় গণনমানসে।
সম্প্রতি যে অভিযানটি অ্যালিসন করেছেন, তা তাঁর আগের অ্যাডভেঞ্চারগুলিকে কেবল ম্লান করেই দেয় না, অ্যাডভেঞ্চার দুনিয়ায় নতুন নজিরও সৃষ্টি করে। হাওয়াইয়ের জীবন্ত আগ্নেয়গিরি কিলাউইয়ের লাভা উদ্গীরণের সময়ে অ্যালিসন একটি গোলাপি রংয়ের স্কেট বোর্ড সম্বল করে ভেসে পড়েছিলেন সমুদ্রের জলে। গলন্ত লাভা, ফুটন্ত জল, ফুঁসতে থাকা আগুন-পাহাড়কে স্তম্ভিত রেখে অ্যালিসন যে নজির রাখলেন, তা দৃশ্য হিসেবে অভূতপূর্ব। তাঁর এই সার্ফিং-কে ক্যামেরাবন্দি করলেন ফোটোগ্রাফার পেরিন জেমস। কেবল স্থির নয়, চলমান ছবিও তিনি তুলেছেন জেমস।
দেখুন সেই ভিডিও
সার্ফিং সমাধা করে চমৎকার এক মন্তব্য করেছেন অ্যালিসন। তাঁর মতে, এই সার্ফিং তাঁকে পৃথিবীর হৃৎস্পন্দন শোনার সুযোগ দিয়েছে। তিনি মর্মে মর্মে অনুভব করেছেন, বসুন্ধরা জীবিত, দারুণভাবে জীবিত। ছোটবেলা থেকে দেখে আসা এই আগুন-পাহাড়কে ভালবেসেই এই লাভা-সার্ফিং, এ কথাও জানিয়েছেন অ্যালিসন।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন