আচরণবিধি লঙ্ঘন হলে তাৎক্ষণিক ব্যবস্থা : জাবেদ আলী
নির্বাচনী এলাকায় কোনো আচরণবিধি লঙ্ঘন হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন নির্বাচন কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ জন্য নির্বাচন কমিশনের দিকে চেয়ে থাকার প্রয়োজন নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহম্মদ জাবেদ আলী।
আজ রোববার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশনের কাছে সব প্রার্থীর গুরুত্ব সমান। কোনো প্রার্থীর কাছ থেকে লিখিত অভিযোগ পেলে তার যথার্থতা যাচাই করে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
একটি দল থেকে একাধিক প্রার্থীর মনোনয়ন দেওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে জাবেদ আলী জানান, এ ধরনের কোনো তথ্য কমিশনের নজরে আসেনি। দল থেকে বিদ্রোহী প্রার্থীদের চাপ দেওয়ার বিষয়ে কোনো লিখিত অভিযোগ না থাকায় এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে তিনি জানান। এ সময় তিনি সবাইকে আচরণবিধি মেনে চলার আহ্বান জানান।
আগামী ৩০ ডিসেম্বর সারা দেশে একযোগে ২৩৪টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বেশ কয়েকটি দল অংশ নিচ্ছে। দেশের ইতিহাসে এবারই প্রথম দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন হতে যাচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন













