আজও সম্মানজনক রান করলেন আশরাফুল

তিন বছর নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেই চলমান জাতীয় ক্রিকেট লিগে ভালো জবাব দিচ্ছেন টাইগার দলের সাবেক অলরাউন্ডার অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
কয়েক দিন আগে ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা বিভাগের বিরুদ্ধে ১২৩ মিনিটে ৮০ বলে ৩ চার ও ১টি ছক্কায় সাহায্যে ৩৯ রানের সম্মানজনক একটি ইনিংস খেলেছিলেন আশরাফুল।
ঢাকা মেট্রো দলের হয়ে ঢাকা বিভাগের বিরুদ্ধে ৩৯ রান করার পর। আজ আবার বরিশাল বিভাগের বিরুদ্ধে ২০ রানের একটি ইনিংস দলকে উপহার দিলেন তিনি।
জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডে প্রথম স্তরের ম্যাচে মঙ্গলবার বিকেএসপিতে মাঠে নেমেছে বরিশাল বিভাগ ও ঢাকা মেট্রো। এদিন ৭ উইকেট হারিয়ে ২৫৫ রান সংগ্রহ করেছে আশরাফুলের ঢাকা মেট্রো।
দলের হয়ে আশরাফুল দু’টি চার এবং একটি ছক্কার সাহায্যে ২০ রান করেই আউট হয়ে সাজঘরে ফিরেন। তবে এদিন ঢাকা মেট্রোর দলে হয়ে দুর্দান্ত ইংনিস খেলেন মেহেদী মারুফ ও মেহরাব। ৭৩ বলে ৫৬ রান করেন মারুফ এবং মেহরাবের ব্যাট থেকে আসে ৪৮ রান।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন