আজকের ম্যাচঃ মুশফিকের বরিশাল বনাম তামিমের চট্টগ্রাম
প্রথম ম্যাচে জয়ের পর টানা দুই ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের ছয়ে অবস্থান করছে তামিম ইকবালের চিটাগাং ভাইকিংস। আর প্রথম ম্যাচের হারের পর দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়ে পরের দুই ম্যাচে জয় তুলে নিয়েছে মুশফিকের বরিশাল বুলস। দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়ানো বরিশালের বিপক্ষে আজ মাঠে নামবে জয়ের খোঁজে থাকা চিটাগাং। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।
টানা দুই ম্যাচ জিতে বরিশাল বুলস আছে দারুণ ছন্দে। দলে সেই রকম কোনো মহাতারকা নেই, কিন্তু, মুশফিকুর রহিম ব্যাট হাতে দুর্দান্ত খেলছেন শুরু থেকেই। সঙ্গে যোগ্য সঙ্গত করে যাচ্ছেন অভিজ্ঞ শাহরিয়ার নাফীস। আর বল হাতে আল আমিন, আবু হায়দার রনিরা জ্বলে উঠলে এ ম্যাচেও জয়ের আশা করতেই পারে বরিশালের সমর্থকরা।
ব্যাট হাতে অর্ধ শতক দিয়ে শুরু করা তামিম যেমন ধুঁকছেন, তেমনই প্রথম ম্যাচে কুমিল্লাকে হারিয়ে শুভ সূচনা করা চিটাগং পরপর দুই ম্যাচ হেরে কোণঠাসা হয়ে পড়েছে। দলে তামিম, বিজয়, মিলন, ডোয়াইন স্মিথ, শোয়েব মালিকদের মতো ব্যাটসম্যান থাকা সত্ত্বেও ব্যাটিং নিয়েই বেশি সমস্যায় পড়েছে দলটি। বোলিংয়ের কিছুটা এগিয়ে থাকলেও আজকের ম্যাচে জয় পেতে ব্যাটসম্যানদের জ্বলে উঠতে হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
ভারতের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে ১৩৩ রানের বিশাল ব্যবধানেবিস্তারিত পড়ুন
আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
চেন্নাই টেস্টে ভারতের দেওয়া পাহাড়সম ৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করতেবিস্তারিত পড়ুন
খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ব্যস্ত পাকিস্তানি ফাস্ট বোলার শাহিনবিস্তারিত পড়ুন