আজকের ম্যাচটা মনে হয়েছিল আইপিএলের ম্যাচ : ব্রাভো

টি-টোয়েন্টি ক্রিকেটের জন্ম ইংলিশরা করলেও আইপিএলের কারণেই এর জনপ্রিয়তা অনেক বেড়ে যায়, বিশেষ করে ফ্রাঞ্চাইজি লিগ ক্রিকেটের। তবে আইপিএল থেকে খুব বেশি পিছিয়ে নেই বাংলাদেশ প্রিমিয়ার লিগও (বিপিএল)। ভারতের অন্যতম জনপ্রিয় আসরের সঙ্গে তুলনা করলেন ক্যারিবিয়ান তারকা ডোয়াইন ব্রাভোও। ঢাকা ডায়নামাইটস ও চিটাগাং ভাইকিংসের ম্যাচকে আইপিএলের ম্যাচের মতোই মনে হয়েছে এ ক্যারিবিয়ানের।
শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ব্রাভো বলেন, ‘দুই দলই অনেক ভালো, দুই দলেই বিধ্বংসী খেলোয়াড় আছে। আজকে এটা আমাকে অনেকটা আইপিএলের ম্যাচের মতো লেগেছে। আজকে মনে হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে চেন্নাই সুপার কিংসের ম্যাচ হচ্ছে অথবা কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলা হচ্ছে। পরিবেশ খুবই ভালো ছিল অনেকটা ফাইনালের মতো। অথচ এটা ছিল সাধারণ একটি খেলা।’
এদিন মিরপুর স্টেডিয়াম ছিল কানায় কানায় পরিপূর্ণ। গ্যালারিতে তিল ধারণের জায়গা ছিল না। ম্যাচের প্রতিটি চার ছয়ের পাশাপাশি সিঙ্গেল রানও দারুণ উপভোগ করেছে দর্শকরা। যদিও মাঠের খেলায় তেমন প্রতিদ্বন্দ্বিতা হয়নি। শক্তিশালী চিটাগাংয়ের বিপক্ষে সহজ জয়ই পায় ঢাকা। তবে তামিম ইকবালকে আউট করা ম্যাচের অন্যতম টার্নিং পয়েন্ট হলেও ক্রিস গেইলকে আগে ফিরিয়ে দেয়াটাকেই বড় করে দেখছেন ব্রাভো।
‘হ্যাঁ অবশ্যই তামিম পৃথিবীর অন্যতম সেরা খেলোয়াড়, খুবই বিপদজনক খেলোয়াড় আমরা সবাই জানি। তাকে আগে বিদায় করে দেয়ায় ২০ থেকে ৩০ কমেই তাদের আটকাতে পেরেছি। তবে আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়ছে তৃতীয় ওভারেই গেইলকে ফিরিয়ে দেয়া।’
এদিন আগে ফিল্ডিং নিয়ে গেইল-তামিমদের মাত্র ১৩৪ রানেই আটকে দেয় ঢাকা। এরপর ১০ বল হাতে রেখেই জয় তুলে নেয় দলটি। শুরু থেকেই দারুণ খেলার জন্য জয়টি নিজেদের প্রাপ্য ছিল বলে মনে করেন ব্রাভো। পাশাপাশি অধিনায়ক সাকিবের উচ্ছ্বসিত প্রশংসা করেন তিনি।
‘ঢাকা যেভাবে আজকে ক্রিকেট খেলেছে আমরা এ জয়টি প্রাপ্য ছিলাম। আমরা শুরু ভালো করেছি। পাওয়ার প্লেতে ভালো করেছি। মাঝের ওভারে ভালো করেছি। সাকিবের অধিনায়কত্ব অনেক ভালো হয়েছে। সে খুব ভালোভাবে দলকে নেতৃত্ব দিয়েছে। আর তাই দল জেগে উঠেছে।’
উল্লেখ্য, চিটাগাং ভাইকিংসকে ছয় উইকেটে হারিয়ে এদিন টুর্নামেন্টের শীর্ষস্থান নিশ্চিত করেছে ঢাকা। রোববার খুলনা টাইটান্সের বিরুদ্ধে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে সাকিবের দল।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন